Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরাজদের হারালেন সাকিব

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত মুখোমুখি হওয়ার সুযোগ এসেছিল ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়া দুই বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। কিন্তু জ্যামাইকার হয়ে টানা তৃতীয় ম্যাচে মাঠে নামলেও ত্রিনবাগো নাইট রাইডার্সের একাদশে সুযোগ হয়নি মিরাজের। ফলে মাঠে তাদের মুখোমুখি লড়াইটা দেখা হল না টাইগার ক্রিকেট ভক্তদের।
নিষ্প্রভ এই ম্যাচে সাকিবের দল জিতেছে ৪ উইকেটের ব্যবধানে। তিন ম্যাচে জ্যামাইকার এটি দ্বিতীয় জয়। টস জিতে প্রথমে নাইট রাইডার্সকে ব্যাটিং করতে পাঠায় জ্যামাইকা। ১ বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১৪৭ রানে। নিউজিল্যান্ডের কলিন মুনরো করেন সর্বোচ্চ ৪১ রান (২৫ বলে)। জ্যামাইকার কেসরিক উইলিয়ামস ও ওডিয়ান স্মিথ ৩টি করে উইকেট নেন। পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ১ ওভারে ১২ রান দেন সাকিব।
জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক শ্রীলংকার কুমার সাঙ্গাকারার ৪৭ ও লেন্ডল সিমন্সের ১৮ বলে ৩৮ রানের সুবাদে ৪ বল আর ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জ্যামাইকা। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ২২ বলে ১৬ রান করেন সাকিব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ