নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচন সুষ্ঠভাবেই হোক, এটা চাইছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপান, এমপি। তবে সমঝোতার মাধ্যমে সবার গ্রহণযোগ্য একটি কমিটি এই ফেডারেশনে আসুক এটাই আশা তার। গতকাল ধানমন্ডিস্থ বেক্সিমকো কার্য্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন। আগের দিন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের (যারা ফোরাম নামে খ্যাত) উদ্যোগে ঢাকা ক্লাবে আয়োজিত সভায় বাহফে’র আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী খাজা রহমতউল্লাহর সঙ্গে আলোচনার পর গতকাল এই পদের আরেক প্রার্থী আব্দুর রশিদ শিকদারের সঙ্গে কথা বলেন পাপন।
বাহফে’ন আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমানে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। ২৭ আগস্টের নির্বাচনে প্রধান আকর্ষন সাধারণ সম্পাদক পদটি। এই পদে লড়ছেন সর্বশেষ কমিটির দুই সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ ও আব্দুর রশিদ শিকদার। নির্বাচনী তফসিল ঘোষণার অনেক আগেই প্রকাশ্যে মাঠে নেমেছেন রশিদ শিকদার। তবে কিছুটা নীরব ভূমিকায় থেকে হাই কমান্ড এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আশির্বাদপুষ্ট হয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছেন রহমতউল্লাহ। রশিদের পাশে যেখানে প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের মোট ৩১ ক্লাবের মধ্যে প্রায় ২৬টি রয়েছে (ইতোমধ্যে ২২টি ক্লাব তাকে সরাসরি সমর্থনও দিয়েছে)। সেখানে রহমতউল্লাহ পাশে পেয়েছেন মাত্র পাঁচ ক্লাবকে। তারপরও তাকে সাধারণ সম্পাদকের চেয়ার বসাতে চাইছে ফোরাম। ক’দিন ধরে এ নিয়ে কাজও করছে তারা।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ চাচ্ছে বাহফে’র নির্বাচনে সমঝোতার একটি কমিটি হোক। যেখানে রহমতউল্লাহই থাকবেন সাধারণ সম্পাদক। ইতোমধ্যে দুয়েকটি সভাও করেছে ফোরাম। এ ধারাবাহিকতায় বুধবার রহমতউল্লাহর সঙ্গে সভা করার পর কাল বিকালে বিসিবি প্রধান বসেন রশিদ শিকদার ও তার সমমনাদের সঙ্গে। এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও ইসমাইল হায়দার মল্লিক। সভায় রশিদের সঙ্গে থাকা ক্লাবগুলোর মধ্যে মোহামেডান, মেরিনার, ঊষা, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ারী ও ওয়ান্ডারার্সসহ ২০টি ক্লাবের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা যায়, আগের দিনের মতো এ সভাতেও পাপন প্রাধান্য দিয়েছেন সমঝোতার বিষয়টিকে। হকির উন্নয়নের লক্ষ্যে সবাইকে নিয়ে সমঝোতার কমিটি করারই আহŸান জানান তিনি। যে কমিটিতে খাজা রহমতউল্লাহকে সাধারণ সম্পাদক পদে রাখা হতে পারে। পাপন বলেন, ‘আমি হকির লোক না। তারপরও গ্রহণযোগ্য একটি কমিটি যাতে এই ফেডারেশনে আসে তার জন্য চেষ্টা করছি। একদিন আগে রহমতউল্লাহর সঙ্গে বসেছি। আজ (গতকাল) আপনাদের সঙ্গে কথা বলছি। সমঝোতার কমিটি আপনাদের পছন্দ না হলে আপনারা নির্বাচন করবেন। এতে কেউ বাধা দিবে না। আমিও চাই নির্বাচন হোক, তবে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটি কমিটি আসলে দেশের হকি উন্নয়নে সবাই মিলে কাজ করতে পারবেন।’
সুত্রটি আরও জানায় যায়, এ ব্যাপারে রশিদের সমমনাদের একটাই ভাষ্য, সমঝোতা হোক আর যাই হোক রশিদকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে হবে। এ ব্যাপারে কোন ছাড় নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।