Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ শেঠির

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নাজাম শেঠি। দায়িত্ব নিয়েই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ‘কঠিন চ্যালেঞ্জ’ নিলেন ৬৯ বছর বয়সী। ২০০৯ সালের পর থেকে পাকিস্তানে নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট। ২০১৫ সালে কড়া নিরাপত্তায় কেবল জিম্বাবুয়ে একটি সিরিজ খেলতে গিয়েছিল সেখানে। কিন্তু বারবার চেষ্টা করেও বড় বড় দলকে পাকিস্তান সফরে রাজি করাতে পারেনি পিসিবি। সংবাদমাধ্যমকে নতুন সভাপতি বলেছেন, ‘আমাদের ধৈর্য্য ধরতে হবে। কারণ এটা দেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।’
শেঠির আশা এ বছরের শেষদিকে বিশ্ব একাদশের প্রস্তাবিত সফর সুষ্ঠভাবে হবে। তিনি বলেছেন, ‘তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমরা বিশ্ব একাদশকে আনার ব্যাপারে আশাবাদী। আগামী দুই-তিন মাস আরও ভালো খবর দিতে পারব আশা করছি। আমাদের সঙ্গে সিরিজ শেষে শ্রীলঙ্কাকে এখানে কয়েকটা ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদের জবাবের অপেক্ষায় আছি।’
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ২০০৯ সাল থেকে পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে হবে এ পূর্ণাঙ্গ সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ