Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার পরিকল্পনা প্রকাশ

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মধ্য আগস্টের মধ্যেই যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের কাছে চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য তৈরি থাকবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, দেশটির নেতা কিম জং উন ওই পরিকল্পনা অনুমোদন করলে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হবে, এগুলো জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে গুয়াম দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়বে। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগুন ও উন্মত্ততার হুমকির নিন্দা করে ট্রাম্পকে যুক্তিবর্জিত মানুষ বলে বর্ণনা করা হয়েছে। অপরদিকে উত্তর কোরিয়া এ ধরনের কোনো পদক্ষেপ নিলে তা তার শাসকদের শেষ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিপক্ষে যে কোনো যুদ্ধে পিয়ংইয়ং প্রবলভাবে পরাভূত হবে। গত বুধবার প্রথমবারের মতো উত্তর কোরিয়া ঘোষণা করে, তারা যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা করছে। পরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আরেকটি বিবৃতিতে জানানো হয়, সামরিক বাহিনী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে পরিকল্পনাটি প্রস্তুত করে অনুমোদনের জন্য নেতা কিম জং উনের কাছে পেশ করবে। গুয়ামে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি আছে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ