Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেরু বৈঠক ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাত স্বরূপ

পররাষ্ট্র মন্ত্রী জর্জ আরেজার প্রতিবাদ

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : পেরুর রাজধানী লিমায় ভেনেজুয়েলার সংকট নিয়ে কয়েকটি দেশের আলোচনার বিষয়টিকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপরে আঘাত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জর্জ আরেজা। তিনি অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছেন। এবং প্রত্যেককে আলাদাভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন। স¤প্রতি লিমায় এক বৈঠকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ সৃষ্টি করতে সম্মত হয় ১৬টি দেশ। তারা মাদুরোকে স্বৈরাচার বলে অভিহিত করেন। এই বৈঠকের মাধ্যমে ৮০ লাখেরও বেশি মানুষ যারা মাদুরোকে ভোট দিয়েছেন তাদের অসম্মান করা হয়েছে বলেও দাবি করেন আরেজা। তিনি দাবি করেন, রাষ্ট্রদূতদের তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে ৩০ জুলাই ভোটের পর ভেনেজুয়েলায় শান্তি ফিরে এসেছে। আরেজা বলেন, ভেনেজুয়েলাকে বিচার করার অধিকার কারও নেই। তারা সবসময়ই স্বাধীন ও সার্বভৌম থাকবে। বৈঠকে মন্ত্রীরা জানায়, লাতিন আমেরিকায় বামপন্থী সরকারগুলো কখনোই ডানপন্থীদের উপর নিজেদের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেয়ার চেষ্টা করেনি। ডিসেম্বরে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে চান বলেও জানান তিনি। আরেজা জানান, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রগুলোর জোট সিলাককে নতুন বৈঠকের আহŸান জানিয়েছেন মাদুরো। এর মাধ্যমে আঞ্চলিক সংলাপ গড়ে তুলতে চান তিনি। এর আগে এক টুইট বার্তায় আরেজা দাবি করেন, ‘সিলাক শান্তির জায়গা এবং এখানেই লাতিন আমেরিকা প্রতিনিধিরা আন্তর্জাতিক আইন মেনে চলে। টেলিসার্ভ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ