মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেশ দুটিকে ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে হবে
ইনকিলাব ডেস্ক : ভারত-চীনের মধ্যে চলমান সীমান্ত বিরোধ দোকলাম ইস্যুকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন না তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ভারতে নির্বাসিত এই নেতা আরো বলেন, পাশাপাশি অবস্থান করা দেশ দুটিকে সবসময়ই ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে হবে। দালাই লামা বলেন, দোকলাম ইস্যু ঘিরে স¤প্রতি চীন-ভারত সম্পর্কে যে টানাপড়েন চলছে, তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ দুটি বড় দেশকে সবসময়ই পাশাপাশি থাকতে হবে। প্রসঙ্গত, চীন, ভুটান আর ভারতের সিকিম প্রদেশের সংযোগস্থলে একটি উপত্যকার ভেতর দিয়ে রাস্তা নির্মাণ ঘিরে ভারত-চীনের সা¤প্রতিক বিরোধের সূচনা। ভারত মনে করে, চীন যদি এ রাস্তাটি তৈরি করে তাহলে কৌশলগতভাবে ভারত পিছিয়ে পড়বে। উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশ সীমান্তে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। সীমান্তে দুপক্ষের সৈন্য মুখোমুখি অবস্থান করছে। দোকলাম ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি স্বাধীনতা সম্পর্কে নিজের মতামতও ব্যক্ত করে তিনি। দালাই লামা বলেন, যেখানে স্বাধীনতা নেই সে জায়গা পছন্দ নয় আমার। ভারতে স্বাধীনতা রয়েছে। এখানে আমি কাজ ও নিজের অনুভূতি প্রকাশের অনেক বেশি সুযোগ পাচ্ছি। আমাদের ছোট্ট তিব্বতেও গণতন্ত্রের চর্চা রয়েছে। আমি একজন গণতন্ত্রপ্রেমী। আশা করছি, চীনের সাধারণ মানুষের পাশাপাশি দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিও গণতন্ত্রের চর্চা করবে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।