মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সমস্যা জর্জরিত ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা আরো শক্তিশালী করতে গত সপ্তাহে গঠিত দেশটির বিতর্কিত, সর্বময় ক্ষমতার অধিকারী এবং অনুগত সাংবিধানিক পরিষদের সদস্যদের লক্ষ্য করে বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটন নিকোলাস মাদুরোর এ পদক্ষেপকে একনায়কতান্ত্রিক বলে বর্ণনা করেছে। তথাকথিত সাংবিধানিক পরিষদের ছয় সদস্যকে লক্ষ্যকরে এ পদক্ষেপ নেয়া হয়। এসব সদস্যের মধ্যে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ভাইয়ের পাশাপাশি পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সামরিক কর্মকর্তা এবং জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের এক বোর্ড সদস্য রয়েছেন। এর আগে মাদুরোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ক্ষমতাসিন রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে এটি একটি বিরল পদক্ষেপ। উল্লেখ্য, গত ৩০ জুলাই ব্যাপক সহিংসতা, জালিয়াতি ও বিরোধী দলের বর্জনের মধ্যদিয়ে ভেনিজুয়েলায় সাংবিধানিক গণপরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।