Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিতে মার্কিন সরকারকে সহায়তাকারী একটি ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক নিরীক্ষায় দাবি করা হয়েছে, কোম্পানিটি তাদের খরচ বাবদ ৫ কোটির ডলারেরও বেশি মূল্যের একটি বিল তৈরি করেছে। এরমধ্যে কোম্পানির শীর্ষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেওয়া বিলাসবহুল গাড়ি ও বেতন অন্তর্ভূক্ত রয়েছে। অথচ ওই কর্মকর্তারা আদৌ কাজ করেছেন কিনা তার কোনও প্রমাণ নেই। অবশ্য, ব্রিটিশ কোম্পানিটি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অযথার্থ উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে। গত বুধবার পেন্টাগনের নিরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম খবরটি জানিয়েছে। গার্ডিয়ান জানায়, নিউ সেঞ্চুরি কনসাল্টিং (এনসিসি) নামের ওই ব্রিটিশ কোম্পানিটি স্বয়ংক্রিয় অস্ত্রবাবদ ৪২ হাজার ডলার ব্যয় করেছে। তাছাড়া আগ্নেয়াস্ত্র ক্রয় এবং কর্মকর্তাদের অতিরিক্ত বেতন ও বোনাসবাবদ ব্যয় ধরেছে এনসিসি। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের কাছে লেখা এক চিঠিতে মিসৌরির সিনেটর ক্লেয়ার ম্যাককেসকিল নিরীক্ষা বিভাগের তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে জানিয়েছেন। ওই চিঠিতে অভিযোগ করা হয়, নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদেরকে ছয় অংকের পারিশ্রমিক প্রদান করেছে কোম্পানিটি। কর্মকর্তারা যখন বিদেশে থাকবেন তখন তাদেরকে ১০০ ভাগ হারে এবং যখন ছুটিতে থাকবেন তখন ৬০ ভাগ হারে বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কনসালট্যান্টরা যেখানেই থাকুন না কেন তাদেরকে পূর্ণ বেতন দিয়েছে এনসিসি। তাছাড়া বোনাস বাবদ তাদেরকে ৩৩ লাখেরও বেশি ডলার দিয়েছে এনসিসি। হোমল্যান্ড সিকিউরিটি এন্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে যুক্ত ডেমোক্র্যাট সদস্য ম্যাককেসকিল প্রতিরক্ষা বিভাগের কোন দফতরটি এ কাজ দেখভাল করেছে তা প্রকাশ করার দাবি জানিয়েছেন। নিউ সেঞ্চুরি কনসাল্টিং কোম্পানির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা কিংবা ভবিষ্যতে বিতর্কিত এ কোম্পানিকে কাজ দেওয়া হবে কিনা তাও জানতে চেয়েছেন ম্যাককেসকিল। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ