মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সরকারি চাকরি ও কলেজে শিক্ষার্থীদের জন্য কোটার দাবিতে ভারতের মুম্বাইয়ে মারাঠা স¤প্রদায়ের প্রায় আট লাখ লোক বিক্ষোভ করেছে। বুধবার সকালের এই ঘটনায় মুম্বাইয়ের সড়ক ও রেল যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কোনো ধরনের সহিংসতা ছাড়াই বিক্ষোভ শেষ হয়েছে। যে কোনো ধরণের সহিংসতা এড়াতে ১০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল বিক্ষোভস্থলে। এই নিয়ে নিজেদের দাবি আদায়ে ৫৭ বারের মতো বিক্ষোভ র্যালি করলো মারাঠা স¤প্রদায়ের লোকজন। বিক্ষোভ র্যালির কারণে মুম্বাইয়ের বাণিজ্যিক কার্যক্রম একরকম স্থবির হয়ে পড়ে। বিপুল সংখ্যক বিক্ষোভকারীর কারণে শহরতলীর ভেতরে চলাচলরত ট্রেনগুলো বন্ধ করে দিতে কর্তৃপক্ষকে। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরগুলো ও প্রায় ৪০০ স্কুলে খাবার সরবরাহকারী যারা ডাব্বাওয়ালা হিসেবে পরিচিত বুধবার তারা খাবার সরবরাহ বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা বলেছেন, কৃষি আর এখন লাভজনক নয় এবং চাকরিও এখন পর্যাপ্ত নেই। কোটা আমাদেরকে শিক্ষা ও চাকরির অনেক বেশি নিশ্চয়তা দেবে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।