Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বছরেই কিউবার কূটনীতিক বহিষ্কৃত

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : অর্ধশতাব্দীরও বেশি সময় বৈরিতার পর কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হতে শুরু করেছিলো। কিন্তু তার দুই বছরের মধ্যেই আবার সেই সম্পর্কে চিড় ধরেছে। ২০১৫ সালে নতুন করে যাত্রা শুরু করা কিউবার দূতাবাস থেকে দুই কূটনৈতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বহিষ্কারের কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যাকে তুলে ধরা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নুরেট বলছেন, গত বছরের শেষ দিকে কিউবায় থাকা মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। তাদেরকে তখন জোর করেই দেশে ফিরিয়ে আনা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ