Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামাবাদ থেকে লাহোরে নওয়াজের শোভাযাত্রা ও মহাসমাবেশ

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:২৩ এএম


ইনকিলাব ডেস্ক : অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগকারী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একটি শোভাযাত্রা শুরু করেছেন। যাত্রাপথে বিভিন্ন জায়গায় সমাবেশও করছেন তিনি। গতকাল ইসলামাবাদ থেকে যাত্রা শুরুর পর গ্র্যান্ড ট্রাংক রোড হয়ে জন্মশহর লাহোরে যাচ্ছেন তিনি। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৫ থেকে ৬ হাজার মানুষ এবং ৭শ’ থেকে ৮শ’ গাড়ি ওই শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
ডন জানায়, দুপুর ১২টা বাজার কিছু সময় আগে নওয়াজ শরীফ পাঞ্জাব হাউস ছেড়ে লাহোরের উদ্দেশে রওনা করেন। এ শোভাযাত্রাকে কেন্দ্র করে রাওয়ালপিন্ডির অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়। হোটেল, মোটেল ও দোকান বন্ধ থাকে। নওয়াজকে বিদায় জানাতে পাঞ্জাব হাউসের সামনে অনেক সমর্থক অপেক্ষা করছিলেন। তবে নওয়াজ পাঞ্জাব হাউসের পেছনের গেইট দিয়ে বের হয়ে যান। আর তাতে সমর্থকরা হতাশ হয়ে পড়েন। পাঞ্জাব হাউস থেকে বের হওয়ার সময় নওয়াজ সাংবাদিকদেরকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও ছোট ভাই শাহবাজ শরীফের প্রশংসা করেন। তিনি বলেন, ‘শাহবাজ শরীফ পাঞ্জাবের প্রাণ এবং পাকিস্তানের গর্ব। তিনি অন্যদের জন্য পাঞ্জাবকে একটি রোল মডেলে পরিণত করেছেন।’
এ মোটর শোভাযাত্রাকে ক্ষমতা প্রদর্শন বলে উল্লেখ করতে নারাজ নওয়াজ। তিনি বলেন, ‘এটি ক্ষমতার প্রদর্শনী নয়, তবে [বিদ্যমান পরিস্থিতির] একটা চূড়ান্ত পরিণতির আগ পর্যন্ত তো আমি মাঠ ছেড়ে কোথাও যেতে পারি না।’
ডন জানায়, শুরুর দিকে নওয়াজ একটি সাধারণ গাড়িতে থাকলেও পরে একটি বুলেটপ্রুফ গাড়িতে ওঠেন তিনি।  
এদিকে নওয়াজের শোভাযাত্রা শুরুর কয়েক ঘণ্টা আগে তার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের হয়েছে। রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করতে একটি পিটিশন দায়ের হয়েছে। পাকিস্তান তাহরীকে ইনসাফ (পিটিআই) এর সদস্য ড. ইয়াসমীন রশীদের পক্ষে তার আইনজীবী বাবর আওয়ান পিটিশনটি করেন। রাজনৈতিক দল সংক্রান্ত আদেশ ২০০২ এর ৫ ধারার আওতায় দায়েরকৃত পিটিশনে অনুরোধ করা হয়, নওয়াজকে যেন যেকোনও রাজনৈতিক দলের যেকোনও পদে অযোগ্য ঘোষণা করা হয়। নওয়াজের দল পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ) থেকে তার নাম বাদ দেওয়ারও অনুরোধ জানানো হয় পিটিশনে। ডনের প্রতিবেদনে বলা হয়, পিটিআই নেতা ইমরান খানের পরামর্শ অনুযায়ীই পিটিশনটি তৈরি করেছেন বাবর।
একদিন আগে অর্থাৎ মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশন পিএমএল-এনকে একটি নোটিশ পাঠায়। ওই নোটিশে পিএমএল-এনকে একজন নতুন নেতা নির্বাচিত করতে বলা হয়। ২০০২ সালের রাজনৈতিক দল সংক্রান্ত আদেশ অনুযায়ী, একজন অযোগ্য ঘোষিত এমপি রাজনৈতিক দলের নেতৃত্বে থাকতে পারেন না বলেও উল্লেখ করা হয় ওই নোটিশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসমাবেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ