Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বিপিএল থেকে বাদ বরিশাল বুলস

কি আছে মুস্তাফিজের ভাগ্যে?

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা ওঠার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২রা নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্টের পঞ্চম আসর। গত আসরে টুর্নামেন্টটি হয়েছিল সাত দলের। নিষেধাজ্ঞা কাটিয়ে সিলেট ফেরায় এবারের আসরে আট দল অংশগ্রহণ করবে বলে এতদিন শোনা যাচ্ছিল। তবে সেটি আর হচ্ছে না। আর্থিক নিশ্চয়তা দিতে না পারায় বিপিএলের এবার আসর থেকে বাদ দেওয়া হয়েছে বরিশাল বুলসকে। গতকাল বিষংটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা। জানান, ব্যাংক গ্যারান্টি না দেওয়ায় ২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরে খেলা হবে না বরিশাল বুলসের, ‘আমরা আজ (গতকাল) বিপিএল নিয়ে একটি সভায় বসেছিলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্তও নিয়েছি। যেখানে বরিশালকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেওয়ার কথা ছিল তা দিতে তারা ব্যর্থ হয়েছে।’
ক্রিকেটারদের পাওয়া পরিশোধে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসির অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে প্রতি আসরের শুরুতে নির্দিষ্ট অঙ্কের ব্যাংক গ্যারান্টি নেয় বিসিবি। কোনো ফ্র্যাঞ্চাইজি সময় মতো পাওয়া পরিশোধ না করলে সেই ব্যাংক গ্যারান্টি থেকে খেলোয়াড়দের অর্থ পরিশোধ করা হয়। এবার সেই টাকা দেয়নি বরিশাল। গত ৭ আগস্ট ছিল বিপিএলের দলগুলোর ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজ ফি জমা দেয়ার শেষ তারিখ। কয়েকবার সময় দেয়ার পরও টাকা জমা দিতে ব্যর্থ বরিশাল, ‘এটা বলা হয়েছিল আগেই। সাত আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছিল।’ বরিশালের ফ্র্যাঞ্চাইজি আর কেউ পাওয়ার সম্ভাবনাও এখন নেই জানিয়ে সিনহা বলেন, ‘এখন আমাদের সময় নাই। আবার নতুন নিলাম ডেকে নতুন ফ্র্যাঞ্চাইজিকে আনা সম্ভব না।’
এবারের আসর থেকে যুক্ত হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি সুরমা সিক্সার্স সিলেট। আগে থেকেই আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। এবার ম্যাচ দল ও ম্যাচ বাড়ানোর পরিকল্পনা ছিল বিসিবির। বরিশালকে বাদ দেওয়ায় ওই পরিকল্পনা এবার ব্যর্থ হল। নতুন ফ্র্যাঞ্চাইজি আসায় আইকন খেলোয়াড় একজন বাড়িয়েছিল গভর্নিং কাউন্সিল। গতবার চোটের জন্য না খেলা মুস্তাফিজুর রহমান ছিলেন নতুন আইকন। মুশফিকুর রহিম দল ছেড়ে রাজশাহী যাওয়ার পর তার জায়গায় এই পেসারকে নিয়েছিল বরিশাল। সিনহা জানান, ১৬ সেপ্টেম্বরের ড্রাফটে দেওয়া হবে মুস্তাফিজকে। তাকে নেওয়ার সুযোগ থাকছে সব দলের সামনেই। বরিশাল না থাকলে বিপিএলের সময়সূচি পরিবর্তন হবে কিনা জানতে চাইলে বিসিবির এ পরিচালক বলেন, ‘এটা আবার দেখতে হবে। যেহেতু বরিশাল বুলসকে বাদ দিলাম আমরা এখন আবার নতুন করে টেকনিক্যাল কমিটি বসবে।’
বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যানের এমন মন্তব্যের পরও বিপিএলে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী বরিশাল বুলসের কর্ণধার এবং বিসিবি পরিচালক এমএ আউয়াল ভুলু। তার দাবী দ্রæতই এ সমস্যা নিরসন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ