Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন ঝামেলায় নেইমার

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দলবদলের সব রেকর্ড চূর্ণ করে ২২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে গেল বৃহস্পতিবার বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন নেইমার। কিন্তু এখনো দলটির হয়ে মাঠে নামতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। ফরাসি ফুটবল কর্তৃপক্ষের হাতে তার দলবলের ক্লিয়ারেন্স এখনো এসে না পৌঁছানোয় এই জটিলতার সৃষ্টি হয়েছে।
আজ রাতের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র না পৌঁছালে আরো পেছাতে পারে সাবেক ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে নেইমারের মাঠে নামাটা। এক্ষত্রে গুইনগাম্পের বিপক্ষে রবিবারের ম্যাচেও খেলতে পারবেন না ২৫ বছর বয়সী তারকা। উল্লেখ্য আমিয়েন্সের বিপক্ষে লিগ ওয়ানের প্রথম ম্যাচটি আগেই মিস করেন নেইমার।
ফ্রেঞ্চ লিগ ওয়ান (এলএফপি) থেকে এ ব্যাপারে জানানো হয়েছে যেÑ ফিফার সাথে একটি অফিসিয়াল বোঝাপড়া চলছে, যে কারণে এই দেরি। কিন্তু ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ব্যাপারে ফ্রেঞ্চ কর্তৃপক্ষ তাদের সাথে কোন প্রকায় যোগাযোগ-ই করেনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
ভিন্ন দুই দেশের ক্লাবের মধ্যে খেলোয়াড় দলবদলের ক্ষেত্রে ফিফার কাছ থেকে আন্তর্জাতিক ছাড়পত্র (সিআইটি) নেওয়া লাগে। দলবদলের সময় এক সপ্তাহ গড়াতে চললেও এখনো সেই ছাড়পত্র ফরাসি ফুটবল কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। ওদিকে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এই দলবদলে ঘাপলা আছে বলে মনে করে। তাদের অভিযোগ, পিএসজি উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম মানেনি। উয়েফার কাছে এই ধরণের অভিযোগ দেওয়ার ঘোষনা দিয়েছিল বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ