Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেনিয়ায় নির্বাচনে এগিয়ে কেনিয়াত্তা

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ কেনিয়ায় জাতীয় নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছেন। গত মঙ্গলবার ভোটগ্রহণ শেষে গতকাল বুধবার ভোটগণনা শুরু হয়েছে। ইতোমধ্যে ৯১ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। এর মধ্যে উহুরু কেনিয়াত্তা পেয়েছেন ৫৪.৫ শতাংশ এবং তার প্রতিদ্ব›দ্বী রাইলা ওডিঙ্গা পেয়েছেন ৪৪.৬ শতাংশ ভোট। তবে বিরোধী জোট ভোটের এই আংশিক ফলাফল প্রত্যাখ্যান করে দিয়ে বলেছে, নির্বাচন কর্মকর্তারা ফলাফলের সমর্থনে কোন দালিলিক প্রমাণ দাখিল করতে পারেনি। রাইলা ওডিঙ্গা ঘোষিত ফলাফল সম্পর্কে বলেছেন, এ ফল মনগড়া আর ভুয়া। আমাদের এজেন্টদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরাই পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দাবি করে দেশটির নিবার্চন কমিশন জনগণকে ফলাফলের জন্য ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে অনুরোধ করেছেন। অনেকেই নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে আশঙ্কায় আছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ