Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্যারিসে গাড়ির ধাক্কায় ৬ সৈনিক আহত

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমাংশে একটি গাড়ির আঘাতে ছয় সৈন্য আহত হয়েছে। প্যারিসের শহরতলী লিভালুয়া-পেলহেতে এ ঘটনা ঘটেছে বলে গতকাল বুধবার জানিয়েছে প্যারিসের পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি নিরাপত্তা অভিযান শুরু করে গাড়িটির খোঁজ করা হচ্ছে। এক টুইটে প্যারিসের পুলিশ বিভাগ জানিয়েছে, পুলিশ অভিযান শুরু করেছে। গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আহত সৈন্যদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর ও অপর চারজন সামান্য আঘাত পেয়েছেন। আরটিই ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, সৈন্যদের ওপর একটি বিএমডবিøউ গাড়ি তুলে দেওয়া হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটনো হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার মেয়র। বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি আছে এবং সৈন্যরা রাজধানী প্যারিসে নিয়মিত টহল দিয়ে থাকেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ