Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইল গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গত মঙ্গলবার রাতের সর্বশেষ এ হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার মেডিক্যাল সূত্র এ খবর নিশ্চিত করেছে। গাজার শিফা হাসপাতালের একজন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে এক তরুণের অবস্থা আশঙ্কাজনক। ইসরাইল আগের মতোই দাবি করছে, গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরাইল বলছে, গাজা থেকে ছোঁড়া রকেট একটি জনবসতিহীন এলাকায় পড়ে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরাইল আরো দাবি করেছে, গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ