মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ট্রাম্প প্রশাসনের মুক্ত বাণিজ্য চুক্তি থেকে সরে আসার কড়া সমালোচনা করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ক্রমবর্ধমান সংরক্ষণবাদের বিরুদ্ধে আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আয়োজিত নিরাপত্তা ফোরামে বক্তৃতাদানকালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া জানান তিনি। পাশাপাশি চীন প্রস্তাবিত রিজিওনাল ক¤িপ্রহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) চুক্তিতে তার পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের অংশীদারিত্বের চুক্তি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে সরে আসার সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তে চুক্তির অন্তর্ভুক্ত বাকি ১১টি দেশের ওপর খড়্গ নেমে আসে। কেননা বিশ্বের সবচেয়ে বড় এ বাণিজ্য চুক্তিতে সর্বসম্মতি নিশ্চিত করতে গিয়ে সাত বছরের মতো সময় নষ্ট হয়েছে। ম্যানিলাতে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর ৫০তম বার্ষিকীর উদযাপন উপলক্ষে দেয়া ভাষণে দুতার্তে চীনের পরিকল্পিত বাণিজ্য চুক্তিতে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি বলেন, সংরক্ষণবাদের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক বাণিজ্যে যেসব কৌশল রয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের যেকোনো অংশের তুলনায় আসিয়ানের অংশ অনেক বড়। এছাড়া বেইজিং নেতৃত্বাধীন চুক্তি আলোচনার সমাপ্তি ভালোভাবেই হবে বলে আশা প্রকাশ করেন তিনি। টিপিপি চুক্তি প্রসঙ্গে দুতার্তে বলেন, (আমি) মনে করিয়ে দিতে চাই, ট্রান্স-প্যাসিফিক চুক্তি আমাদের স্বপ্ন ছিল। সে স্বপ্ন ভঙ্গ হয়েছে। কেবল পারস্পরিক সহযোগিতাই নয়, শ্রম আইন, পরিবেশগত সুরক্ষা এবং মেধাস্বত্বের মতো বিষয়গুলো ঠাঁই পেয়েছিল এ চুক্তিতে। এমনকি চীনা আধিপত্য খর্বের অন্যতম মুখ্য অস্ত্র হিসেবে ধরা হয়েছিল একে। গত মঙ্গলবার আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের নিরাপত্তা ফোরামের শেষ দিনে সংরক্ষণবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক দেশ। জাপান ও চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিয়াং-হো বলেন, বিশ্বায়নবিরোধী মনোভাব এবং সংরক্ষণবাদের উত্থান ঘটছে বিশ্বের বিভিন্ন অংশে। এতে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।