নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে টেস্ট সিরিজে ২৫০ রান ও ২৫ উইকেট শিকারের রেকর্ড আছে নয়টি, যার সর্বশেষ সংযোজন ইংলিশ স্পিন অলরাউন্ডার মঈন আলী। তবে একটা যায়গায় মঈন বাকি আটজনকেও ছাড়িয়ে। তাদের প্রত্যেকেই এই মাইলফলকে পৌঁছেছেন পাঁচ বা ছয় ম্যাচের সিরিজে। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে মঈন এই মাইলফলক স্পর্শ করেন মাত্র চার ম্যাচের সিরিজে। গেলপরশু দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। তাও আবার ১৯ বছর পর এমন কীর্তি গড়লো ইংলিশরা। সর্বশেষ ১৯৯৮ সালে দেশের মাটিতে প্রোটিয়াদের টেস্ট সিরিজে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর তিনটি সিরিজের দু’টিতেই হারে ইংলিশরা। বাকিটা ড্র।
মঈনের আগে সর্বশেষ এই তালিকায় নাম লেখান ভারতের রবীচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ব্যাট হাতে ৩০৬ রান ও বল হাতে ২৮ উইকেট নেন অশ্বিন। এই তালিকার বাকি ছয় খেলোয়াড় হলেন- ভারতের কপিল দেব, দক্ষিণ আফ্রিকার ট্রেভর গোডার্ড ও অবরি ফকনার, অস্ট্রেলিয়ার জর্জ গিফিন ও রিচি বেনো, ইংল্যান্ডের ইয়ান বোথাম। বোথাম আবার এই কীর্তি গড়েছেন দু’বার, দু’বারই অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এখানেই শেষ নয় প্রাপ্তিযোগ। সিরিজ জয়ের পুরস্কারটা হাতেনাতে পেয়ে গেল ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইংলিশরা। পরশু ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের শেষ টেস্টে প্রোটিয়াদের ১৭৭ রানের বড় ব্যবধানে হারায় স্বাগতিক ইংল্যান্ড। যার দরুন তাদের নামের পাশে যোগ হয়েছে বাড়তি ৬ পয়েন্ট। ফলে তাদের মোট রেটিং বেড়ে দাঁড়িয়েছে ১০৫। ১০০ পয়েন্ট নিয়ে তিনে থাকা অস্ট্রেলিয়াকে তাই নেমে যেতে হয়েছে চারে।
২০১২ সালের পর থেকে দারুন ছন্দে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সদ্য সমাপ্ত এই সিরিজে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি তারা। এর ফলে তারা হারিয়েছে সাত পয়েন্ট। তবে ১১০ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে টেবিলের দ্বিতীয়স্থানটা ধরে রেখেছে প্রেটিয়ারা। ১২৩ পয়েন্ট নিয়ে এই তালিকার চুড়ায় অবস্থান করছে বিরাট কোহলির ভারত।
চলতি মাসেই বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। কোনভাবে যদি এই সিরিজে অজিরা হোয়াইটওয়াশ হয় তাহলে তাদের নেমে যেতে হবে র্যাংকিংয়ের ছয়ে! চার মাস ধরে লম্বা ভার্সনের ক্রিকেট থেকে দূরে থাকা অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ সফরটা তাই বড় ধরনের একটা চ্যালেঞ্চ হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের পরবর্তী মিশন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৭ আগস্ট থেকে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড।
ওদিকে টানা আট সিরিজ জয়ে নিজেদের শীর্ষস্থানটা বেশ শক্তহাতেই ধরে রেখেছে ভারত। আগামী শনিবার থেকে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টে বিরাট কোহলির দল যদি হেরেও যায় সেক্ষেত্রে মাত্র এক পয়েন্ট হারাবে তারা। চলমান এই সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। শেষ ম্যাচে জিতলে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১২৫।
টেস্ট সিরিজে ২৫০ রান ও ২৫ উইকেট
খেলোয়াড় ম্যাচ রান উইকেট প্রতিপক্ষ সাল
মঈন আলী (ইংল্যান্ড) ৪ ২৫২ ২৫ দ.আফ্রিকা ২০১৭
রবীচন্দ্রন অশ্বিন (ভারত) ৫ ৩০৬ ২৮ ইংল্যান্ড ২০১৬
রিচি বেনো (অস্ট্রেলিয়া) ৫ ৩২৯ ৩০ দ.আফ্রিকা ১৯৫৭
ইয়ান বোথাম (ইংল্যান্ড) ৬ ৩৯৯ ৩৪ অস্ট্রেলিয়া ১৯৮১
ইয়ান বোথাম (ইংল্যান্ড) ৬ ২৫০ ৩১ অস্ট্রেলিয়া ১৯৮৫
অবরি ফকনার (দ.আফ্রিকা) ৫ ৫৪৫ ২৯ ইংল্যান্ড ১৯১০
জর্জ গিফিন (অস্ট্রেলিয়া) ৫ ৪৭৫ ৩৪ ইংল্যান্ড ১৮৯৪
ট্রেভর গোডার্ড (দ.আফ্রিকা) ৫ ২৯৪ ২৬ অস্ট্রেলিয়া ১৯৬৬
কপিল দেব (ভারত) ৬ ২৭৮ ৩২ পাকিস্তান ১৯৭৯
আইসিসি টেস্ট র্যাঙ্কিং
র্যাঙ্ক দেশ পয়েন্ট
১ ভারত ১২৩
২ দক্ষিণ আফ্রিকা ১১০
৩ ইংল্যান্ড ১০৫
৪ অস্ট্রেলিয়া ১০০
৫ নিউজিল্যান্ড ৯৭
৬ পাকিস্তান ৯৩
৭ শ্রীলঙ্কা ৯২
৮ ওয়েস্ট ইন্ডিজ ৭৫
৯ বাংলাদেশ ৬৯
১০ জিম্বাবুয়ে ০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।