Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেন্যু নিয়ে বিপাকে বিসিবি!

একমাত্র প্রস্তুতি ম্যাচ

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অস্ট্রেলিয়া ক্রিকেটার-বোর্ড দ্ব›দ্ব কেটে গেছে। নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে স্মিথের দল। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দলও ঘেষানা করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখার কথা অজিদের। ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি খেলবে ৪ সেপ্টেম্বর। সে মতেই চলছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। ক্যাম্প থেকে বাছাই করে আগামী ১৯ তারিখ সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াডও ঘোষনা করবার কথা বিসিবির। তবে বাধ সেধে আছে মুশফিকদের সঙ্গে আগামী ২২-২৩ আগস্ট দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার ভেন্যুটি নিয়ে।
সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম পছন্দ। কিন্তু গত কিছুদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সেখানে প্রস্তুতি ম্যাচ আয়োজন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যপারে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ফতুল্লায় এখনও আমরা কাজ করছি। ফতুল্লা আমাদের প্রথম পছন্দ। আমরা বিকল্প হিসেবে বিকেএসপি’কে রেখেছি। দুইটা অপশনই তাদের কাছে দেওয়া হয়েছে। তবে আমরা চেষ্টা করছি ফতুল্লাকেই নিয়ে এগিয়ে যাওয়ার জন্য।’
প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর আগে আরও দুই সপ্তাহ সময় পাচ্ছে বিসিবি। এর মাঝে অস্বাভাবিক বৃষ্টি না হলে ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে আশাবাদী বিসিবি’র প্রধান নির্বাহী, ‘আমাদের যে টেস্ট ভেন্যুগুলো আছে সেগুলো দীর্ঘমেয়াদীভাবে আমাদের হাতে রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া আছে। কিন্তু ফতুল্লার চিত্রটা একটু আলাদা। এবারের অস্ট্রেলিয়া সিরিজের আগে যে জলাবদ্ধতা, যে বৃষ্টি হয়েছে এ সমস্ত কারণে এ জটিলতা হয়েছে। আমরা সে ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জাতীয় ক্রীড়া পরিষদ এক সাথে কাজ করছি। আমরা আশা করছি প্রস্তুতি ম্যাচের আগে যদি কোন অস্বাভাবিক বৃষ্টি না হয়, তাহলে আমরা আমাদের যে পরিকল্পনা আছে তাতে এগিয়ে যেতে পারবো।’
তবে তার চাইতে বেশি করে আসছে আরেকটি ‘আনকোড়া’ ভেন্যুর নাম- ইউল্যাব ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ড! ভেন্যুটি আদর্শ কি না এরই মধ্যে সেটি পরিদর্শনও করেছে বিসিবির একটি প্রতিনিধি দল। রাজধানীর অদূরে রামচন্দ্রপুরে অবস্থিত এই মাঠ পরিদর্শনে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক শেখ সোহেল বলেছেন, ‘একটি দল সেখানে মাঠ পরিদর্শনে গেছে।’
বিকল্প ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে বিকেএসপির কথাও। শেখ সোহেল অবশ্য বিকেএসপিকে নিয়ে মোটেও সন্তুষ্ট নন, ‘বিকেএসপিতে যেতে অনেক সময় লাগবে অস্ট্রেলিয়ার। তাছাড়া ওখানকার রাস্তাও তেমন ভালো নয়। তাই আমরা বিকল্প ভেন্যুর খোঁজ করছি।’ তিনি আরও বলেছেন, ‘আমরা এই ভেন্যুর (ইউল্যাব) কথা আমাদের পরিচালক কাজী ইনাম আহমেদের কাছ থেকে জেনেছি। মাঠের সুযোগ-সুবিধা দেখতেই সেখানে বিসিবির দলটি গেছে। বিপিএলের দল খুলনা টাইটানস নিয়মিত এই মাঠে অনুশীলন করে থাকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ