Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১৯ আগস্ট চূড়ান্ত দল ঘোষনা

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সর্বশেষ সাদা পোশাকে ক্রিকেটে দুই দলের মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে। দীর্ঘ ১১ বছর পর আবারো অস্ট্রেলিয়া মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের সাথে। এ দলটি আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে। ঢাকা ও চট্টগ্রামে টেস্ট ম্যাচ খেলবে। বাংলাদেশ দল টেস্ট স্কোয়াড ঘোষণা করবে সম্ভাব্য ১৯ আগস্ট। এ স্কোয়াডে থাকছে না কোন চমক। যেহেতু এটি অস্ট্রেলিয়া দল। তারা নিজেদের মাটিতে যেমন ভাল খেলে তেমনি এ উপমহাদেশেও তারা খারাপ খেলে না। তাদের বিপক্ষে এ সিরিজটি বেশ চ্যালেঞ্জিং। সুতরাং পরীক্ষামূলক কোন খেলোয়াড় স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। ঘরের মাঠে খেলা তাই টেস্ট স্কোয়াডের সংখ্যা হয়তো হবে ১৪ সদস্যের। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটি চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে, তাই কন্ডিশন ক্যাম্পের জন্য বাংলাদেশ দল এখন চট্টগ্রামে রয়েছে। আজ থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলে আগামী ১২ আগস্ট ঢাকায় ফিরবে। একদিন বিশ্রাম নিয়ে ১৪, ১৫, ১৬ দলটি আবার টানা অনুশীলনে যোগ দেবে। এরপর একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলে ঘোষিত হবে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াড। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এর আগে উভয় দল ২২ ও ২৩ আগস্ট ঢাকায় একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। পরের টেস্ট ম্যাচ শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে। বন্দরনগরী চট্টগ্রামে উভয় দল আসবে ১ সেপ্টেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ