নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ফ্রান্সের লিও শহরের আগামী শনিবার শুরু হচ্ছে ব্রিজ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের খেলা। আসরে খেলতে আগামীকাল দেশ ছাড়ছে সাত সদস্যের বাংলাদেশ ব্রিজ দল। ১১টি অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ ২২টি দেশ খেলবে ব্রিজ বিশ্বকাপে। এশিয়া অ্যান্ড মিডল ইস্ট অঞ্চলের রানার্সআপ দল হিসেবে খেলছে বাংলাদেশ। ফ্রান্সে যাওয়া দলের সদস্যরা হলেন- সাজিদ ইস্পাহানী, শাহ জিয়াউল হক, রাশেদুল আহসান নাঈম, মশিউর রহমান সুমন, আশিকুর রহমান চৌধুরী ও এএইচএম কামরুজ্জামান সোহাগ। সঙ্গে ডেলিগেট হিসেবে যাচ্ছেন ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলায় বাংলাদেশকে ২১টি দলের সঙ্গে খেলতে হবে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আটটি দলের মধ্যে থাকতে হবে লাল-সবুজদের। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডর (ইউসিবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান।
মোহন বলেন, ‘আগামী বছরের ৩১ মার্চ থেকে ১০ এপ্রিল কক্সবাজারে আমরা এশিয়া প্যাসিফিক ব্রিজ টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি পেয়েছি। প্রায় দেড় কোটি টাকার টুর্নামেন্ট। আশাকরি আমরা ওই টুর্নামেন্টের আয়োজন করতে পারবো।’ ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ ছাড়া একমাত্র অ্যামেচার দল গুয়াদালৌপে। বিশ্বকাপে খেলতে যাওয়া ছয় খেলোয়াড়কেই এক লাখ টাকা করে দেয় ইউসিবিএল ব্যাংক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।