Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা অব্যাহত

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার বিভিন্নস্থানে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল ও দাখিলের পর থেকে সরকার সমর্থক ও বিদ্রোহী ও অন্যান্য প্রার্থীদের কর্মী ও সর্মথকদের মধ্যে হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর ও নৌকা প্রতীক ব্যানার ছিঁড়ে ফেলা-সহ মারাত্বক আহত হবার ঘটনা ঘটেছে ।
আইনশৃংখলাবাহিনীর গতিশীল তৎপরতা কম থাকায় সংহিস ঘটনা আরো বাড়ার আশংকা সহ হতাহতের ঘটনা আশংকা করা হচ্ছে ।
সাম্প্রতিক কালের প্রাপ্ত তথ্য মতে, মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি গ্রামের ৮নং ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম এর ছেলে মো. হেমায়েত হোসেন (৩৫) কে ঝাউদি ইউনিনের নির্বাচন কে কেন্দ্র করে মনোনায়নপত্র জমা দেওয়ার সময় প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে মারাত্বক জখম করলে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কা হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠান হয় । বর্তমানে তাহার অবস্থা আশংক্ষা জনক বলে দাবি করেন হেমায়েত হোসেনের বাবা মা ।
কুলপদ্দি ৫নং ওয়ার্ডের কমিশনার মো. আজগর বেপারী এক সংবাদ সম্মেলনে বলেন মো. হেমায়েত হোসেন গত ০২.মার্চ সকাল ১১টায় ঝাউদি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার প্রাথী মো. বোরহান খানের পক্ষে মাদারীপুর সদর উপজেলায় নির্বাচনের মনোনায়নপত্র জমা দেওয়ার সময় উপজেলার স্থানীয় উল্লাস ,উচ্ছাস,মিন্টু সরদার, রুবেল হাওলাদার, রুহুল তাইনি সহ প্রায় ১০/১২ জন এসে উপজেলা নির্বাচন অফিস থেকে ধরে নিয়ে এ্যালোপ্যাথাড়ী ভাবে হাতুড়ি,রড, হকিস্টিক ইত্যাদি দিয়ে মারপিট করে মারাত্বক জখম করে। তাহার সহকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলে তার্দেকে মারপিট করে আহত করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেলে হেমায়েতের বাবা বলেন ঢাকা মেডিকেলে চিকিৎসার উন্নতি না দেখায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হেমায়েতের অবস্থা আশংক্ষা জনক।
এদিকে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের কারনে প্রতিপক্ষের প্রার্থীরা লোকেরা কুলপদ্দি এলাকার আকবর বেপারীর বাড়িতে গত ৬ মার্চ বিকাল সাড়ে ৪ টায় দলবদ্ধ হয়ে কয়েকজন লোক এসে এলোপ্যাথাড়ি ভাবে ঘর কুপিয়ে যায়। ঠিক একই দিনে সকাল আনুমানিক ৬টা ৩০মিনিটের দিকে চরকুলপদ্দি গ্রামের রুহুল খানের ঘর কয়েকজন লোক এসে কুপিয়ে যায়। বর্তমানে এলাকার লোকজনদের মধ্যে আতংক বিরাজ করছে।
আবারও যেকোন সময় ঘটনা ঘটতে পারে বলে আশংকা করেন স্থানীরা। এদিকে মাদারীপুরসদর উপজেলার হাউসদি বাজারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমানের নির্বাচনী অফিস গত ৭ মার্চ ভাঙচুর করেছে প্রতিপক্ষ ফারুক খানের কতিপয় সন্ত্রাসী। এ সময় ও নৌকা প্রতীক ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। গত শনিবার সন্ধায় এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়েছে।ওই ঘটনায় শফিকুল হাওলাদার((৩৪) মোসলেম নপ্তি (৪৫) নামে ২জন মারাত্বক আহত অবস্থায় চিকিৎসাধীন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন হেমায়েতের ঘটনা ও প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী অফিস ভাঙচুর এর ব্যাপারে আমরা মামলা নিয়েছি ও আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তবে আকবর বেপারীর বাড়ি ঘর কোপানোর ঘটনা আরো তদন্ত করে দেখা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা অব্যাহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ