Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সংবিধানের ৩৫-এ ধারা প্রসঙ্গে সরব হলেন ফারুক আবদুল্লাহ

জম্মু-কাশ্মীরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৫

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতীয় সংবিধানের ৩৫-এ ধারা প্রসঙ্গে এ বার সরব হয়েছেন ফারুক আবদুল্লাহ। খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় সরকারের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এর আগে রাজ্যের শাসক-বিরোধী প্রায় সবাই এ বিষয়ে নিন্দা জ্ঞাপন করেন। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুকের দাবি, ৩৫-এ ধারা নিয়ে যদি বৃহত্তর বিতর্ক হয়, তা হলে জম্মু-কাশ্মীর নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসবে। পাশাপাশি, ২০০৮ সালের অমরনাথ জমি বিতর্কের প্রসঙ্গটিও মনে করিয়ে দেন তিনি। তাঁর কথায়, সে সময় ৯৯ একর জমি নিয়ে কেন্দ্র ও তৎকালীন জম্মু ও কাশ্মীর সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল, তার বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠবে। একইসঙ্গে তাঁর মন্তব্য, জম্মু-কাশ্মীরের ভারতভুক্তি নিয়েও বিতর্ক উঠবে। কেন্দ্রীয় সরকার এ সব নিয়ে বিতর্কের জন্য প্রস্তুত তো? গত সোমবারই কেন্দ্রীয় সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পাশাপাশি, জম্মু-কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও গত সপ্তাহে বলেছিলেন, রাজ্য থেকে ৩৫-এ ধারা তুলে নেওয়া হলে উপত্যকায় ভারতের জাতীয় পতাকা তোলার মতো আর কেউ থাকবেন না। অপর এক খবরে বলা হয়, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের মাচিল সেক্টরে সেনা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেনাবাহিনীর দাবি, নিয়ন্ত্রণরেখায় ওই ৫ জনের গতিবিধি দেখে সন্দেহজনক মনে হয়েছিল। চ্যালেঞ্জ জানালে, ওরা গুলি চালানোর চেষ্টা করে। এবিপি,এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ