Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপ-নির্বাচনে নওয়াজের স্ত্রী অথবা মেয়ে লড়তে পারেন

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৩ পিএম, ৮ আগস্ট, ২০১৭

ইনকিলাব ডেস্ক : প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফ অযোগ্য ঘোষিত হওয়ার পর শূন্য আসনে মনোনয়নের জন্য দলের অভ্যন্তরীণ এক বৈঠকে যথাক্রমে বেগম কুলসুম নওয়াজ এবং মরিয়ম নওয়াজের নাম উঠে এসেছে। তবে প্রার্থী মনোনয়নে নওয়াজ শরিফকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া হয়েছে বলে দলীয় এক কর্মকর্তা জানিয়েছেন। খবরে বলা হয়, নওয়াজের এই আসনে নির্বাচনে মনোনয়নের ব্যাপারে দলটির এক কর্মকর্তা ডনকে বলেন, প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফ অযোগ্য ঘোষিত হওয়ার পর শূন্য আসনে মনোনয়নের জন্য দলের অভ্যন্তরীণ এক বৈঠকে যথাক্রমে বেগম কুলসুম নওয়াজ এবং মরিয়ম নওয়াজের নাম উঠে এসেছে। তবে প্রার্থী মনোনয়নে নওয়াজ শরিফকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, লাহোরে পৌঁছানোর পর তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে সদ্য পদচ্যুত এই প্রধানমন্ত্রী তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর মসনদে বসবেন বলে প্রত্যাশা করেছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রীকে জাতীয় পরিষদের সদস্য হওয়ার জন্য এনএ-১২০ আসনে লড়াই করে বিজয়ী হতে হবে। পাকিস্তান মুসলিম লীগ-এন-এর এক কর্মকর্তা বলেছেন, দলের অভ্যন্তরীণ আলোচনায় প্রথম গুরুত্ব পাচ্ছেন কুলসুম নওয়াজ। দ্বিতীয় পছন্দ মরিময় নওয়াজ। তবে অন্য প্রার্থীদের বিষয়েও আলোচনা হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, লাহোরে যাওয়ার পর নওয়াজ শরিফ তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন- ওই আসনের উপনির্বাচনে কে হচ্ছেন প্রার্থী। দল থেকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, প্রার্থী নির্বাচন হবে তার পছন্দমতোই। ডন, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ