মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহত হয়েছেন ২৬ জন এবং ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রাকৃৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ দপ্তর থেকে বলা হয়, বন্যার কারণে ডিয়েন বিয়েন, ইয়েন বাই, সোন লা, কাও ব্যাং ও রাই চাউ রাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় নিহত হয়েছেন ২৬ জন ও নিখোঁজ রয়েছেন ১৫ জন। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ভূমিধসের কারণে নিখোঁজদের উদ্ধারের প্রচেষ্টা বিঘিœত হচ্ছে। বন্যা ও ভূমিধসে বহু ঘরবাড়ি ভেসে গেছে ও চাপা পড়েছে। রাস্তা, ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় উত্তরাঞ্চলীয় চারটি প্রদেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। খামারগুলো ডুবে গিয়ে শত শত হেক্টরের শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০-এর বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরো ৪০০-এরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা যেন নিজেদের এলাকায় ফিরে গিয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে তার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা, সেচ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো মেরামত করা হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বন্যার কারণে গত বছর প্রায় ২৩৫ জন মানুষ নিহত হন ভিয়েতনামে। প্রশাসন বলছে, সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ১৭০ কোটি ডলার। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।