Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটকীয়ভাবে বেড়ে গেছে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের গড় তাপমাত্রা নাটকীয়ভাবে দ্রæত বেড়ে গেছে। বিগত ১৫শ’ বছরের মধ্যে দেশটির জলবায়ু সা¤প্রতিক দশকগুলোতে সবচেয়ে উষ্ণতম। গতকাল মঙ্গলবার দেশটির ফেডারেল সরকারের একটি খসড়া প্রতিবেদনের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস একথা জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, আমেরিকানরা এখন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনুভব করতে পারছে। ১৩টি ফেডারেল সংস্থা প্রতিবেদনটি তৈরি করেছে। এখনও এটি প্রকাশিত হয়নি বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর অনুমোদনও দেয়নি। টাইমস বলছে, প্রতিবেদনটি ট্রাম্প ও তার কেবিনেট সদস্যদের দাবির সঙ্গে স্পষ্টত সাংঘর্ষিক। কারণ তারা বলছেন, জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকার বিষয়টি নিশ্চিত নয় এবং এ পরিবর্তনের প্রভাব সম্পর্কে বলতে পারার ক্ষমতাও সীমিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্লাইমেট এসেসমেন্টের অংশ এই খসড়া প্রতিবেদন প্রতি চার বছর পর পর তৈরি করা হয়। ন্যাশনাল একাডেমি অব সায়েন্স এটিতে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা দিয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ক প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা সত্তে¡ও নিজ স্বার্থ সংরক্ষণে তারা আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় অংশ নেয়া অব্যাহত রাখবে। ট্রাম্প ২০১৫ সালের জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার দুই মাস পর তার প্রশাসন অতিস¤প্রতি এ বিষয়ে জাতিসংঘকে নোটিশ করেছে। উল্লেখ্য, চীনের পর যুক্তরাষ্ট্র বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ