Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৪ পিএম, ৮ আগস্ট, ২০১৭

ইনকিলাব ডেস্ক : পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাবনায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছে। তাছাড়া, যুক্তরাষ্ট্র কোনও সামরিক পদক্ষেপ নিলে এর জবাবে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি প্রয়োগ করে চরম শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে। জুলাইয়ে দুইটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উত্তর কোরিয়ার উপর নতুন করে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা কেসিএনএ নিউ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা আমাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। নতুন এই বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার রপ্তানি আয় একতৃতীয়াংশ কমে যাবে। নিষেধাজ্ঞার কড়া জাবাবে গত সোমবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা তাদের পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের কাজ অব্যাহত রাখবে। খবরে বলা হয়, এ নিষেধাজ্ঞার ফলে পিয়ংইয়ংয়ের বার্ষিক ৩০০ কোটি ডলার রফতানি রাজস্বের এক-তৃতীয়াংশ কমবে। এদিকে এ নিষেধাজ্ঞাকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত বলে উল্লেখ করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ। পিয়ংইয়ংয়ের এক বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি জানায়, ওয়াশিংটনের তরফ থেকে হুমকির সম্মুখীন হওয়ায় উত্তর কোরিয়া তার আত্মরক্ষামূলক পারমাণবিক কর্মসূচিকে আলোচনার টেবিলে নিয়ে যাবে না। এমনকি পারমাণবিক শক্তি বৃদ্ধি করা থেকে এক কদমও পিছাবে না। একই সঙ্গে নিষেধাজ্ঞার খসড়া তৈরিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য দেশটিকে তার অপরাধের মূল্য কয়েক হাজারবার পরিশোধ করতে হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় দ্বীপপুঞ্জে উত্তেজনা বৃদ্ধি করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা পরিশোধ অনুমোদিত নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার কয়লা, লোহা, আকরিক লোহা, সিসা ও হিমায়িত খাদ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়া থেকে শ্রমিক আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি



 

Show all comments
  • সাব্বির ৯ আগস্ট, ২০১৭, ২:৩৪ এএম says : 0
    চরম মূল্য কে দিবে তা সময় এলেই বুঝা যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ