Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষা বন্ধ করলে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র : টিলারসন

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সুযোগ আছে বলে জানিয়ে বলেছেন, পিয়ংইয়ং যদি তাদের চলমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে তাহলে ওয়াশিংটন বসতে রাজি আছে। গত সোমবার টিলারসন এই মন্তব্য করেন। ফিলিপাইনের ম্যানিলায় একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে সাংবাদিকদের টিলারসন বলেন, যখন শর্তগুলো উপযুক্ত হবে তখন আমরা আলোচনায় বসতে পারি। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে তখন আলোচনা হতে পারে। আলোচনায় বসতে উত্তর কোরিয়া যে প্রস্তুত তা আমাদের জানানোর জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে। যোগাযোগের অন্যান্য উপায় উত্তর কোরিয়ার সামনে উন্মুক্ত রয়েছে বলেও উল্লেখ করেন টিলারসন। টিলারসনের এই মন্তব্যের সরাসরি কোনও প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। তবে টিলারসনের মন্তব্যের পর নতুন আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে উচিত শিক্ষা দিতে প্রস্তুত পিয়ংইয়ং। খবরে বলা হয়েছে, টিলারসনের এই মন্তব্য হয়ত উত্তর কোরিয়াকে মোকাবিলার আরেকটি উপায়। উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাব খাটিয়ে পারমাণবিক অস্ত্র গড়ে তোলা থেকে দেশটিকে বিরত রাখতে চায় যুক্তরাষ্ট্র। টিলারসন জানান, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা আলোচনায় বসার জন্য প্রথম পদক্ষেপ। এসব পরীক্ষা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মনে করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ নিষেধাজ্ঞায় রাশিয়া ও চীনের সমর্থন থাকায় তা উত্তর কোরিয়াকে কঠোর বার্তা দেবে। জুলাই মাসে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে কারণ দেখিয়ে ৫ জুলাই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রস্তাবে সম্মত হয় নিরাপত্তা পরিষদ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ