Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লাহোরে পার্কিং স্ট্যান্ডে ট্রাকে বিস্ফোরণে আহত ৪৬

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের লাহোর শহরে একটি পার্কিং স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনায় ৪৬ জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় শহরের আউটফল রোডের পার্কিং স্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ওই বিস্ফোরণে গাড়ি, মিনিট্রাক এবং মোটরসাইকেলসহ পার্ক করে রাখা শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কায় ট্রাকটির পাশে থাকা তিন থেকে চারটি গাড়ি উড়ে গিয়ে ১০ থেকে ১৫ ফুট দূরে পড়েছে। বিস্ফোরণে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি স্কুলের ছাদ ধসে যায় এবং নিকটবর্তী একটি ভবনের জানালাগুলো ভেঙে যায়। বিস্ফোরণে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে পুরো এলাকার বিদ্যুৎ চলে যায়। বিস্ফোরণের বিকট শব্দ ঘটনাস্থলের চার থেকে পাঁচ কিলোমিটার পরিধি অবধি শোনা যায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ট্রাকটিতে খুবানির বাক্স বহন করা হচ্ছিল এবং সেগুলো সোয়াত উপত্যকা থেকে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা পাওয়া গেছে। গত তিনদিন ধরে ট্রাকটি ওই জায়গায় ছিল বলে জানিয়েছেন তারা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপনে ট্রাকটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করা হয়েছিল। হামলাকারীরা শহরের অন্য অংশে পাঠানোর উদ্দেশ্যে বিস্ফোরকগুলো ট্রাকটিতে রেখেছিল বলে ধারণা প্রকাশ করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক ড. হায়দার আশ্রাফ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ওই বিস্ফোরণে ঘটনাস্থলে ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। অন্য কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার রাজধানী ইসলামাবাদ থেকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের লাহোরে আসার পথে তার গাড়িবহরের এ পথ দিয়ে যাওয়ার কথা ছিল, নওয়াজের গাড়িবহরে হামলায় উদ্দেশ্যেও ট্রাকটিতে বিস্ফোরক মজুদ করে রাখা হতে পারে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ