Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইল বিরোধী লড়াইয়ে ইরান-হামাস চুক্তি

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এ চুক্তির ফলে ইরানের সঙ্গে হামাসের সম্পর্কের নতুন অধ্যায় তৈরি হবে এবং ফিলিস্তিন, আল-আকসা মসজিদ ও প্রতিরোধ আন্দোলনকে নতুন মাত্রায় সমর্থন দেবে তেহরান। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ড. হাসান রুহানির দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাসের পলিটব্যুরোর সদস্য ইজ্জাত আর-রিশ্কের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরান সফর করে। শপথ অনুষ্ঠানের অবকাশে গত সোমবার প্রতিনিধিদলটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করে। বৈঠকে জারিফ বলেছেন, ইরানের পররাষ্ট্র নীতিতে ফিলিস্তিন গুরুত্বপূর্ণ ইস্যু এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো বিশেষ করে হামাসের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় তেহরান। বিবৃতিতে বলা হয়েছে, মোহাম্মাদ জাওয়াদ জারিফ জোরালো ভাষায় জানিয়েছেন, ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলন ইস্যুতে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফিলিস্তিনের জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের সমর্থনের প্রশংসা করেন রিশ্ক। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ