Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হলেন খাজা আসিফ

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শেষ পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হলেন বহুল পরিচিত খাজা মোহাম্মদ আসিফ। গত সোমবার তাকে এ পদে নিয়োগ দিয়েছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লীগ-এন। খাজা আসিফ সামরিক বাহিনীরও কড়া সমালোচক। তা ছাড়া তার বিরুদ্ধে যৌনবিষয়ক অশ্লীল মন্তব্য করারও অভিযোগ রয়েছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। নওয়াজ শরিফের আজ্ঞাবহ খাজা আসিফ বেসামরিক সরকারে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত। তারপরও ২০১৩ সালে নওয়াজ শরিফ তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু এতে অখুশী ছিল সেনাবাহিনী। এ পদ থেকে তাকে সরাতে নওয়াজ শরিফের ওপর চাপ সৃষ্টি করা হলেও সেনাবাহিনীর কথায় কান দেননি নওয়াজ শরিফ। ২০১৪ সালে ইমরান খান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন খাজা আসিফ অভিযোগ করেন, এর নেপথ্যের ষড়যন্ত্রকারী আর্মি জেনারেলরা। সেই সময় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে খাজা আসিফকে সরাতে চাপ দেয় সেনাবাহিনী। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ