পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আইন মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম ইনকিলাবকে বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জহিরুল হক বর্তমানে আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ৭ আগস্ট তাঁর চাকরির মেয়াদ শেষ হচ্ছে। এরপর চুক্তিভিত্তিক নিয়োগের প্রন্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়। সেখানে অনুমোদিত হওয়ার পর গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ইনকিলাবেক বলেন, আমি আপনাদেরসহ সবার সহযোগিতা কামনা করছি। যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। বিচার বিভাগের কর্মকর্তা জহিরুল হক দুলাল এর আগে জেলা জজ হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে তিনি আইন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিযুক্ত হন। সেখান থেকে পর্যায়ক্রমে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব হিসেবে পদোন্নতি পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।