রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক
বেতন বৈষম্য নিরসনের দাবিতে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানের মত ফরিদপুর ও নেত্রকোনায় সংবাদ সম্মেলন পালিত হয়েছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের বিভিন্ন উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত স্বাস্থ্য সহকারীরা তাদের পদমর্যাদা উন্নীতকরণের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। নয়টি উপজেলার কর্মরত ২৪৬ জন স্বাস্থ্য সহকারীর পক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মতিন ফকিরের সভাপতিত্বে ওই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল করিম ও মো. তোফাজ্জেল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাগর হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের পদ মর্যাদা উন্নীতকরণের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবী জানান।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে ‘স্বাস্থ্য সহকারী’ পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে ‘মেডিকেল টেকনোলজিস্ট’, বেতন বৈষম্য দূরীকরণ ও ‘ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স’ চালুর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি এইচ এম রাব্বী তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ মুখশেদুর রহমান খান। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অবিলম্বে তাদের দাবিসমূহ মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।