Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সুযোগের অপেক্ষায় সঞ্জিত

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : গতবছর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে মিরাজ ও সাইফুদ্দীনদের সঙ্গে খেলেছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহাও। এরপর মিরাজ ও সাইফউদ্দীন জাতীয় দলে জায়গা করে নিলেও সঞ্জিতের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় ছিটকে পড়েন তিনি। এতে ভেঙে না পড়ে নতুন করে স্বপ্ন দেখার সাহস সঞ্চয় করেন। এরইমধ্যে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে প্র্যাকটিস করার সুযোগ পেয়ে তার স্বপ্নের পরিসর বেড়ে গেছে। এখন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেয়ার স্বপ্নে বিভোর তিনি। চট্টগ্রামে চলমান এই কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়াটাকে দারুণ এক সুযোগ হিসেবেই দেখছেন এই অফ স্পিনার। গতকাল কন্ডিশনিং ক্যাম্পে প্র্যাকটিস চলাকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘একটা ভালো সুযোগ পেয়েছি। এই সুযোগটি কাজে লাগাতে চাই। এখানে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। বোলিং কোচসহ বেশ কয়েকজন কোচ রয়েছেন এখানে। তাদের কাছ থেকে আমার শেখার আছে অনেক কিছুই। এ সময়ে আমি জাতীয় দলের কোচদের কাছ থেকে টিপস নিয়ে চেষ্টা করবো আমার বোলিং অ্যাকশন শুধরে নিয়ে আরো বেশি ভালো বোলিং করতে।’
গত বছর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন সঞ্চিত সাহা। এরপর বোলিং অ্যাকশন শুধরে এবারের ঢাকা লীগে বেশ ভালো বোলিং করছিলেন। কিন্তু নবম ম্যাচে এসে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে পুনরায় প্রশ্ন তোলেন। যে কোনো ক্রিকেটারের জন্য এটি বড় একটি ধাক্কা। সেই ধাক্কা সামলে ঘরোয়া ক্রিকেটে বল হাতে ধারাবাহিক সাফল্য তুলে নিয়ে জাতীয় দলের কড়া নাড়তে চান সঞ্জিত সাহা। নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এ সময় পরিবারের সদস্যরাসহ অনেকেই আমাকে সাপোর্ট করেছেন। এ অবস্থায় নিজেকে আরো শক্ত করে ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত বোলিং অ্যাকশন শুধরে নিয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চাই। এরপর সেখানে সাফল্য পেলে জাতীয় দলে খেলার স্বপ্নটা আরো জোরালো করবো। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি আমিও।’
এরআগেও জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিলেন সঞ্জিত সাহা। গতবছর ইংল্যান্ডের সঙ্গে স্বাগতিক বাংলাদেশ দলের হোম টেস্ট সিরিজের আগে এই সুযোগ পান তিনি। তবে গতবারের চেয়ে এবারের সুযোগটি আরো বেশি প্রসারিত উল্লেখ করে সঞ্জিত সাহা বলেন, ‘যদিও গতবছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে তিন দিনের প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেটি ছিল স্বল্প সময়ের জন্য। এবার জাতীয় দলের সঙ্গে অনেক বেশি সময় প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ