Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডক্টর মুশফিকের অপেক্ষায়

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভদ্রলোকের খেলা ক্রিকেটে যারা জড়িয়ে থাকেন, তাদের প্রায় পুরোটা জীবনই বিসর্জন দিতে হয় ক্রিকেটের পেছনে। যার ফলে পড়ালেখাটা ঠিকমতো করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দলের গুরুত্বপূর্ণ সদস্যের দায়িত্ব পালন করেই এই ক্রিকেটার ইতিহাস বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন স্নাতক ও স্নাতকোত্তর।
বাংলাদেশ দলের সর্বোচ্চ শিক্ষিত এই ক্রিকেটার এবার পিএইচডি তথা ডক্টরেট ডিগ্রি অর্জনের পথে হাঁটছেন। শীঘ্রই খে লাধুলা বিষয়ে পিএইচডি করবেন মুশফিকুর রহিম। স¤প্রতি এক সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘আমার খেলাধুলার উপর পিএইচডি করার পরিকল্পনা ছিল এবং সেই মোতাবেক আমি সেটা শুরুও করে দিয়েছি। আপাতত আমি দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উপর পিএইচডি করার কথা ভাবছি।’ মুশফিকের ভাষ্য মতে, তার পিতা-মাতা সবসময়ই তাকে পড়ালেখায় জোর উৎসাহ দিয়েছেন, ‘শিক্ষাগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আরও জ্ঞানী হতে সাহায্য করে। একজন মানুষ হিসেবে আমি চাই আমার পরবর্তী প্রজন্ম তাদের বাবা-মায়ের দিকে লক্ষ্য করুক এবং অনুধাবন করুক শিক্ষা অর্জন কতটা গুরুত্বপূর্ণ- তা আপনি যে-ই হোন না কেন। আমার বাবা-মা সবসময়ই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছেন।’
মুশফিকের পিএইচডি করার ইচ্ছা ছিল বেশ আগে থেকেই। ২০১২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলীরা উচ্চশিক্ষিত। তাই ওরা যখন কথা বলে, ওদের উপস্থিতি দেখলেই মনে হয় পরিপূর্ণ একটি ফিগার। সবাই প্রশংসা করে। এটা আমারও ভালো লাগে। আমিও চেষ্টা করি নিজেকে যতটা সম্ভব প্রেজেন্টেবল রাখতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ