রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
অবশেষে পাবনার চাটমোহরে বড়াল নদীর ক্রসবাঁধ অপসারণ শুরু হলো। দীর্ঘ ৮ বছর সংগ্রামের পর চাটমোহরের নদী পাড়ের মানুষের আশার সঞ্চার হিসাবে বড়াল নদীর ক্রসবাঁধ অপসারণ শুরু হলো। পাবনার পাউবো’র নির্মিত বন্যা নিয়ন্ত্রণ ক্রসবাঁধ অপসারণের মধ্য দিয়ে বড়াল নদী চালু প্রক্রিয়া শুরু হলো। এতে বাঁধ ও সøুইস গেট অপসারণ করলে বড়াল নদী আগের রূপে ফিরে পাবে আর তাতে গতি ফিরবে চলনবিলের আর্থসামাজিক অবস্থা এবং রক্ষা পাবে এ অঞ্চলের জীববৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ। রাজশাহীর চারঘাট থেকে সিরাজগঞ্জ বাঘাবাড়ি পর্যন্ত ৮ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত ২২০ কিলোমিটার বড়াল নদী চলনবিলের ৫০ লাখ মানুষ যুক্ত। নদীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিতভাবে ৩টি স্লুইস গেট ও ৪টি ক্রসবাঁধের ফলে প্রমত্তা বড়াল পরিণত হয় মরা বড়ালে। নদী রক্ষায় ২০০৮ সালে শুরু হয় বিভিন্ন মানুষের সমন্বয়ে বড়াল রক্ষা আন্দোলন। গত ০৮-১০-১৫ তারিখে নৌ-পরিবহন মন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী ক্রস বাঁধ সরজমিনে পরিদর্শন করেন এবং আদালতের নির্দেশনা, টাস্কফোর্স ও জাতীয় বড়াল রক্ষা কমিশনের সুপারিশে ক্রসবাঁধ অপসারণের নির্দেশ প্রদান করা হয়। সে মোতাবেক টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরুর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে বড়ালের সকল ক্রসবাঁধ অপসারণ শুরু করা হয়। বড়ালের সকল ক্রসবাঁধ অপসারণেল সময় পানি উন্নয়ন বোর্ড, পাবনার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম সকালে ক্রসবাঁধ অপসারণ উদ্বোধন করেন। এ সময় পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ্ মো. মজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মফিদুল ইসলাম মজনু, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সজিব এস এম মিজানুর রহমানসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, বড়াল রক্ষা আন্দোলন সংক্রান্ত সংবাদ ইতোপূর্বে দৈনিক ইনকিলাবে ছাপা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।