Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরস্কার পেলেন আনসারের ক্রীড়াবিদরা

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : গেল সাত মাসে দেশের ঘরোয়া ক্রীড়াঙ্গণে বিভিন্ন ডিসিপ্লিনে নিজেদের সেরা ক্রীড়াবিদের পুরস্কার দিয়েছে আনসার। রোববার দুপুর তিনটায় গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপির সদর দপ্তরে ১৭৪ জন কৃতি ক্রীড়াবিদের হাতে প্রায় ১৫ লাখ টাকা তুলে দেন বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিবউদ্দিন। এ সময় উপ-পরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান ও ক্রীড়া অফিসার রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন। মহাপরিচালক বলেন, ‘ আগামী বাংলাদেশ গেমসে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সব সময় আনসারকে সেরা স্থানেই দেখতে চাই।’ এছাড়া খেলোয়াড়দের অন্য দাবী পুরনের আশ্বাস দেন। গেল সাত মাসে ঘরোয়া নয়টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫২টি স্বর্ণ, ২১টি রুপা ও ২৮টি ব্রোঞ্জপদক জেতেন আনসারের ক্রীড়াবিদরা। এর মধ্যে সাতটি জাতীয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন এবং একটি করে তৃতীয় ও পঞ্চম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ