নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আবাহনী-মোহামেডানের সেই উন্মাদনা আর নেই। ফুটবলসংশ্লিষ্ট ছাড়া আর কারো মধ্যে এই ম্যাচ নিয়ে তেমন আগ্রহও দেখা যায় না। একটা সময় যেখানে দর্শকে ঠাঁসা থাকতো গ্যালারী, আজ ডেকে এনেও বিনে পয়সার টিকিট দিয়েও দেখানো যায় না দুই নগর প্রতিদ্ব›দ্বীদের এই ম্যাচ। এর পরেও আবাহনী-মোহামেডান বলে কথা। আজ কি আলো ছড়াবে ‘ঢাকা ক্লাসিকো’? দুই দলই লীগের দ্বিতীয় ম্যাচে হেরেছে। দুই দলের কাছেই ম্যাচটি ঘুরে দাড়ানোর। মোহামেডানের কাছে একটু বেশি চ্যালেঞ্জ। ২০১৪-১৫ মৌসুমে লীগে সর্বশেষ আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। এর পরে আর চিরপ্রতিদ্ব›িদ্বকে হারাতে পারেনি। প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ১৯ বারের দেখায় সাতটি জয় আবাহনীর, সর্বোচ্চ সংখ্যক ফলাফল ড্র ৮ বার আর মোহামেডানের জয় মাত্র চারটি।
মলিন পরিসংখ্যানের সাথে কঠিন বাস্তবতাও সঙ্গী মোহামেডানের। ভারতীয় কোচ সৈয়দ নইমুদ্দিন ছিলেন না গত ম্যাচে। এই ম্যাচেও থাকছেন না ডাগ আউটে। এত গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের ট্যাকটিক্যাল বিষয়গুলো দেখবে অনভিজ্ঞ ও নন ট্যাকনিক্যাল ব্যক্তিরা। অন্য দিকে আবাহনীর পচা শামুকে পা কেটেছে গত ম্যাচে। ফরাশগঞ্জের বিপক্ষে ০-১ গোলে হেরেছে। সেই হার প্রিমিয়ার লীগে সর্বোচ্চ পাচ বারের চ্যাম্পিয়ন আবাহনীকে আরো জাগিয়ে তুলেছে। আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচের মন্তব্য, ‘আমাদের আবার জয়ের ধারায় ফিরতে হবে। গত লীগে আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন ছিল। এবার শুরুতেই অপরাজিতের রেকর্ড ক্ষুণœ হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য লীগ শিরোপা বজায় রাখা।’ প্রতিপক্ষ মোহামেডানের চেয়ে মাঠ নিয়ে বেশি চিন্তা আবাহনীর কোচের,‘ মাঠ যদি খারাপ থাকে তাহলে দুই দলেরই ফিফটি ফিফটি ম্যাচ। আর মাঠ স্বাভাবিক থাকলে অবশ্যই আবাহনীর সম্ভাবনা বেশি। কাগজে-কলমে আমাদের দল শক্তিশালী ও ব্যালন্সেড। তবে চিরপ্রতিদ্ব›িদ্ব দলের বিপক্ষে সব সময় ইতিহাস ও শক্তি দিয়ে কাজ হয় না।’ মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলি এই ম্যাচকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন,‘ অনেক দিন পর মোহামেডানে এসেছি ভালো কিছু দেবার জন্য। ফেডারেশন কাপ কোয়ার্টারে বিদায়। লীগের শুরুটা ভালো হয়নি। ইতোমধ্যে ছয় পয়েন্ট পেছনে। এখন আর পয়েন্ট হারানো চলবে না। আবাহনীর বিপক্ষে আমাদের পয়েন্ট চাই-ই চাই।’ দুই দলই এই ম্যাচে বাড়তি সতর্ক। ছোট ভুলের চড়া মাশুল দিতে চায় না কেউই। আবাহনী গুরুত্বপূর্ণ ম্যাচে মিস করছে তাদের নিয়মিত অধিনায়ক মামুন মিয়াকে। জ্বরের জন্য এই ম্যাচেও খেলতে পারছেন না মামুন। ফলে বাধ্য হয়ে অনভিজ্ঞ টুটুল হোসেন বাদশার উপর নির্ভর করতে হচ্ছে আবাহনীকে।
এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টিম বিজেএমসি ও চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনী প্রথম দুই ম্যাচ জিতে লীগের শীর্ষে। আজও জিতলে শীর্ষস্থান অক্ষুণœ থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।