Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে প্রকাশ্যে বিক্রয় হচ্ছে মাদকদ্রব্য

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সখ্যতায় মাদকে সয়লাব। শহরের প্রাণকেন্দ্র জেলা কারাগারের সামনে, রেলস্টেশন ও সিটিকলেজ লাশকাটা ঘর বস্তি, বান্ধবপল্লী, মাইক্রোস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, হেলিপোর্ট মার্কেট, টিটিসি কলেজ ক্যাম্পাস শহরতলীর টেপাখোলা লেকের পাড়, সিএন্ডবি ঘাট, আদমপুর বেড়ীবাঁধ, মোহাম্মাদপুর, তালতলা বাজার, চুনাঘাটা, অম্বিকাপুর, শোভারামপুর, গোয়ালচামট নতুন বাজার, পিয়ারপুর, মুন্সীর বাজার, বাখুন্ডা, সাদীপুর, লালখার মোড়, খালেক বাজার এলাকায় প্রকাশ্যে মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল ও ইয়াবা বিক্রি হচ্ছে। এছাড়া চরভদ্রাসনের চরহাজীগঞ্জের আব্দুল্লা, মিন্টু, আবুল, ওবায়দুর নগরকান্দা চাঁহাটের ফায়েকুল, বিষু গজারিয়ার মমিন ঘেঅনাপড়ার সাহেব মুনসুরাবাদের হাবিব ও সাব্বু জেলার বিভিন্ন হাটবাজারের খুচরা বিক্রেতাদের নিকট মাদকদ্রব্য পাইকারী বিক্রয় করে চলেছে। সম্প্রতি নগরকান্দা উপজেলার দহিসারা গ্রামের এক মাতুব্বরের ছেলে পুলিশের সোর্স সন্দেহ করে মাদক ব্যবসায়ী ফায়েকুল মারধর করে আহত করে এবং চাঁহাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে যাওয়ায় এক মহিলাকে সন্দেহ করে মারধর করেছে মাদক বিক্রেতা ঐ ফায়েকুল। মহিলা মারাত্মক আহত অবস্থায় নগরকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ তার মামলা গ্রহণ করছে না। উল্লেখ্য, চাঁদপুর জেলার পুলিশ সুপার সামসুন্নাহার গত ১ মার্চ তার জেলার চিহ্নিত মাদক বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বজন ও অভিভাবকদের মাদকদ্রব্য বিক্রয় ও সেবন থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছেন। এরপর বিক্রয় ও সেবন বিরত না থাকলে তিনি কঠোর পদক্ষেপ নিবেন বলে জানিয়ে এসেছেন। অথচ ফরিদপুর জেলায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সখ্যতায় মাদক ব্যবসার অভিযোগ উঠছে। চরভদ্রাসন থানার এক পুলিশ কর্মকর্তা মাদক বিক্রয়ের অভিযোগে এক মহিলার দোকানে ঘনঘন অভিযানে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অথচ মাদক বিক্রেতারা পুলিশের সাথেই থাকে। তাহলে সাধারণ মানুষ ভরসা রাখবে কোন প্রশাসনের উপর?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুরে প্রকাশ্যে বিক্রয় হচ্ছে মাদকদ্রব্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ