মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গুরুত্বপূর্ণ একটি পদের জন্য একজন লোক নিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তার কাজ হবে পৃথিবীকে ভিনগ্রহের জীবাণু দূষণ থেকে রক্ষা করা। মাইনেও নেহায়েত মন্দ নয়। এক লাখ ২৪ হাজার ডলার থেকে ১ লাখ ৮৭ হাজার ডলারের মধ্যে নির্ধারিত হবে বেতন। এই পদে চাকরির জন্য ইতিমধ্যে আবেদন করে ফেলেছে একজন। নাম তার জ্যাক ড্যাভিস। তার মতে, এই পদের জন্য সে-ই উপযুক্ত। তার বোনও তাই মনে করে। নাসার উদ্দেশ্যে ভাঙা ভাঙা হাতের অক্ষরে চিঠি লিখেছে, প্রিয় নাসা, আমার নাম জ্যাক ডেভিস এবং প্লানেটরি প্রোটেকশন অফিসার পদের জন্য আমি আবেদন করতে চাই। আমার বয়স মাত্র ৯ কিন্তু আমার মনে হয় এই কাজের জন্য আমি উপযুক্ত। এর অন্যতম কারণ আমার বোন মনে করে আমি নিজেই একটা এলিয়েন। ও মনে করে, আমি সব এলিয়েন মুভি দেখে দেখে মহাকাশের সব জায়গায় বিচরণ করে ফেলেছি। জ্যাক ডেভিসকে নাসা কোন উত্তর দেবে কীনা সেটা জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চিঠি যে ভাইরাল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।