Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত গৃহীত

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিভাবে উত্তর কোরিয়ার উপর রফতানি নিষিদ্ধ ও বিনিয়োগ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই মাসে পিয়ংইয়ং দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম। অবশ্য বিশেষজ্ঞরা দেশটির এই দাবি নিয়ে সন্দিহান। এই পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। উত্তর কোরিয়ার রফতানির জায়গা খুবই সীমাবদ্ধ। প্রতিবেশী দেশ চীনেই কয়লাসহ অন্যান্য কাঁচামাল রফতানি করে থাকে তারা। ধারণা করা হয় বছরে ৩০০ কোটি ডলারের রফতানি করে তারা। নতুন এই নিষেধাজ্ঞায় ১০০ কোটি ডলারের মতো রফতানি পণ্য বন্ধ হয়ে যাবে। চলতি বছরেই উত্তর কোরিয়ার উপর চাপ দেয়ার জন্য তাদের মিত্র চীন কয়লা আমদানি বন্ধ করে দেয়। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক স¤প্রদায়ের বারবার নিষেধাজ্ঞার পরেও তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা যায়নি। এর আগে ভেটো ক্ষমতার অধিকারী চীন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল কর্তৃক বড় ধরনের নিষেধাজ্ঞার হাত থেকে উত্তর কোরিয়াকে রক্ষা করছিলো। এদিকে কোরীয় উপসাগরীয় অঞ্চলে চলমান এই সংকট নিরসনে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা প্রস্তুত দক্ষিণ কোরিয়া। শনিবার দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী কাং কিউইয়ুং-হয়া জানান, চলতি সপ্তাহে একটি আঞ্চলিক সম্মেলনে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি সিউল। তবে তিনি জানিয়েছেন, আলোচনা হতে হবে স্বাভাবিক প্রক্রিয়ায়। সিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)-এর সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সম্মেলনের পার্শ্ববৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ