পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শামসুল ইসলাম : হজ ভিসা ইস্যুতে ঢাকাস্থ সউদী দূতাবাস কর্তৃপক্ষ সর্বাত্মক সেবা দিচ্ছে। গতকাল শনিবার অর্ধ বেলায় সউদী দূতাবাস থেকে প্রায় ৯ হাজার হজ ভিসা সরবরাহ করা হয়েছে। এ নিয়ে দূতাবাস থেকে এ বছর হজ ভিসা ইস্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫ হাজারে। হজ ভিসা সংক্রান্ত জটিলতার দরুণ বিমানের হজ ফ্লাইট বাতিলের আশংকা কমে এসেছে। গতকাল থেকে হজ ফ্লাইট স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। গতকাল শনিবার পর্যন্ত ভিসার জন্য প্রায় এক লাখ হজযাত্রী’র পাসপোর্টের লজমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আশকোণাস্থ হজ ক্যাম্পের পরিচালক হজ সাইফুল ইসলাম এতথ্য জানিয়েছেন। পরিচালক হজ বলেন, হজ ফ্লাইট পরিচালনায় স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে। গতকাল শনিবার বিমানের কোনো হজ ফ্লাইট বাতিল করা হয়নি। হজ ফ্লাইট নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা’ কেটে গেছে। এদিকে, হজ ক্যাম্পে হজযাত্রীদের ডরমিটরিতে অবস্থানের উপর কড়াকড়ি শর্তারোপ করায় বেসরকারী হজ এজেন্সিগুলো হজযাত্রী নিয়ে বিপাকে পড়েছেন। ভিসাযুক্ত পাসপোর্ট বিমান টিকিট ছাড়া কোনো এজেন্সির হজযাত্রী আশকোনা হজক্যাম্পের ডরমেটরিতে থাকতে পারবেন না। শুক্রবার হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও এমন ঘোষণায় চরম বিপাকে পড়েছেন বেসরকারি ব্যবস্থাপনার বিভিন্ন এজেন্সির শত শত হজযাত্রী। হজ পরিচালকের এমন নির্দেশনা হজযাত্রীদের ভোগান্তি বৃদ্ধি করবে বলে একাধিক হজ এজেন্সি’র স্বত্বাধিকারী এ মন্তব্য করেন।
বিমান বন্দর ইমিগ্রেশন কর্মকর্তাদের চরম উদাসিনতার দরুন হজ ভিসা ছাড়াই দুই হজযাত্রী গত ২৭ জুলাই সউদী আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছে যান। জেদ্দা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের প্রায় ১৬ ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখেন। পরবর্তীতে সউদী কর্তৃপক্ষের উদ্যোগে ভিসার ব্যবস্থা করে তাদের টার্মিনাল ছাড়তে হয়েছে। এনিয়ে জেদ্দা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের সমালোচনা করে। এতে করে বিব্রতকর অবস্থায় পড়ে সেখানকার বাংলাদেশ হজ অফিস। এদিকে ভিসা ছাড়াই দুই হজযাত্রী কিভাবে ইমিগ্রেশন পার হয়ে বিমানে করে জেদ্দায় পৌঁছলেন, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল। এবিষয়ে গত ২৭ জুলাই জেদ্দা থেকে মৌসুমী হজ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ২৭ জুলাই শাবান এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১৪৫৭) এর হজযাত্রী নাসিমা আক্তার পিআইডি নম্বর ১৪৫৭০৭২, এসভি-৮০৫ ফ্লাইটে জেদ্দার হজ টার্মিনালে অবতরণ করেন। সউদী ইমিগ্রেশন পুলিশ দেখতে পায় যে, তিনি ভিসা ছাড়াই সউদী আরবে হজের জন্য গেছেন। এছাড়া আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ০১৮৪) এর মালিক মো: আমিনুল হক হজ ভিসা ছাড়া সউদী আরবে যান। তবে বিষয়টি স্বীকার করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল। তিনি বলেন, ‘আমি একজন নারীর কথা শুনেছি। তার ভিসা ইস্যু হয়েছিল। কিন্তু পাসপোর্টের সঙ্গে ভিসা ছিল না। পাসপোর্টের সঙ্গে এখন ভিসা লাগিয়ে দেয়া হয় না, আলাদা দেয়া হয়। আমরাও বুঝতেছি না কী হয়েছে? হজ ক্যাম্পে হজযাত্রীদের পাসপোর্ট যাচাই বাছাই কমিটি’র কর্মকর্তারা যথা সময়ে দায়িত্ব পালনে উপস্থিত না হওয়ায় এজেন্সি’র মুনাজ্জেমরা হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চরম দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল শনিবারও ধর্ম মন্ত্রণালয়ের নিযুক্ত হজযাত্রীদের পাসপোর্ট যাচাই বাছাই কমিটি’র কর্মকর্তারা সাড়ে ১১টার পরে হাজী ক্যাম্পে যান। এতে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ার কার্যক্রম বিঘিœত হচ্ছে। হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম ইনকিলাবকে এতথ্য জানান। রাতে ধর্ম মন্ত্রণালয়ের মনোনীত হজযাত্রীদের পাসপোর্ট বাছাই কমিটি’র সদস্য নাজমুল ইনকিলাবকে বলেন, হাবের মহাসচিব শাহাদাত হোসানই তসলিম আমাদের সাথে বেয়াদবী করেছেন। তিনি আমাদের ধমকিয়েছেন আমরা দেরিতে হজ ক্যাম্পে আসি কেন ? বাছাই কমিটি’র নাজমুল হাবের মহাসচিবের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, হাব হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত একটি সংগঠন। আর তার মহাসচিব তসলিম আমাদেরকে ধমকাতে পারেন না। বাছাই কমিটি’র কর্মকর্তাদের দায়িত্ব পালনে চরম অবহেলার ঘটনা গত সপ্তাহে হজ ফ্লাইট বাতিল হওয়ার পেছনে অনেকটা দায়ী এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, আমরা অনেক হজ ভিসার কার্যক্রম সম্পন্ন করে রেখেছি। হাবের লোকেরা হজযাত্রীদের কেন সউদীতে পাঠাচ্ছে না। ######
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।