নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপের্টার : ঘরোয়া ফুটবলের মর্যদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পেল নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে সাইফ স্পোর্টিং ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। বিজয়ী দলের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার মতিন মিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দেয় সাইফ স্পোর্টিং। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে আরামবাগের রক্ষণদূর্গকে। যার ফলও পায় নবাগত দলটি। চার মিনিটে মতিনের হেড ফিরিয়ে দিলেও দলকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি আরামবাগ গোলরক্ষক আক্কাস শেখ। ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। এসময় ডান দিক থেকে রিয়াদ হাসানের উঁচু করে বাড়ানো বল লাফিয়ে উঠেও গøাভসবন্দি করতে পারেননি আক্কাস। সুযোগটি কাজে লাগাতে ভুল হয়নি মতিনের। ডি-বক্সের ভেতর গোলরক্ষক আক্কাসের হাত থেকে ফস্কে যাওয়া বলে আলতো টোকা দিয়ে তিনি গোল করেন (১-০)। এগিয়ে যাওয়ার পরও বল দখলের লড়াইয়ে সেরা ছিলো সাইফই। বলা প্রায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে তারা। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি। ম্যাচের ২৪ মিনিটে চমৎকার সুযোগ আসে সাইফ স্পোর্টিংয়ের সামনে। এসময় বল নিয়ে দ্রæত আরামবাগ ডি-বক্সে ঢুকে পড়েন রহিম উদ্দিন। কিন্তু তার পথ আগলে দাঁড়ান গোলরক্ষক আক্কাস। ফলে রহিম নিজে শট না নিয়ে কাটব্যাক করেন। কিন্তু শট নেয়ার মতো কেউ না থাকায় বিফলে যায় রহিমের কাটব্যক। একটু পর তপু বর্মনের শট ফিস্ট করে ফেরান আক্কাস।
৩৮ মিনিটে আবারও দলকে রক্ষা করেন সেই আক্কাস। এই সময় শাকিলের কর্নারে কলম্বিয়ান মিডফিল্ডার দেইনার আন্দেস লরদাবা এসকারপেতার হেড ফিস্ট করে ফেরান তিনি। ফিরতি বলে তপু বর্মন হেড নিলে তা ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে যায় সাইফ। শুরুতেই তারা ব্যবধান বাড়নোর সুযোগও পায়। কিন্তু দ্রæত আক্রমণে যাওয়া মতিনকে আটকাতে আক্কাস গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু তাকে কাটানোর পর শট নিতে দেরি করেন মতিন। পরে শট নিলেও গোলবারে ফেরা আক্কাস ফিস্ট করে বল ফেরান। এরপর তপুর ফ্রি কিকও একইভাবে ফিরিয়ে দেন আরামবাগ গোলরক্ষক। তবে ৭০ মিনিটে সমতায় ফেরার প্রথম সুযোগ পেলেও ব্যর্থ হয় আরামবাগ। ডি-বক্সের মধ্য থেকে বাপ্পী হাসান মুরাদের শট দারুণ দক্ষতার সঙ্গে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সাইফ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। একটু পর ইকাঙ্গার ভলি ফিরিয়ে নিজ দলকে জয়ের পথেই রাখেন তিনি। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং। লিগে নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ৪-২ গোলে ঢাকা আবাহনীর বিপক্ষে এবং আরামবাগ ৪-২ গোলে রহমতগঞ্জের বিপক্ষে হেরেছিলো। আজ লিগে বিরতি। কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।