Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেখ কামালের জন্মদিনে আবাহনীর নানা আয়োজন

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপের্টার : ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী ছিলো গতকাল। এ উপলক্ষ্যে আগেরদিন মধ্যরাত থেকে নানা আয়োজনে মুখরিত ছিলো ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্যাভলিয়ন। রাত ১২টা ১ মিনিটে আবাহনী ক্লাব ভবনস্থ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। আবাহনীর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুল দিয়ে প্রতিষ্ঠাতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান গোলাম রব্বানী হেলাল, শেখ মো: জাহাঙ্গীর আলম ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। এছাড়া সুবাস সোম, সত্যজিৎ দাস রুপু, আহমেদ সাজ্জাদুল আলম ববি, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শেখ মো: আসলাম, আব্দুল গাফফার, আসাদুজ্জামান মিশা সহ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গর্ভানিং বডির চেয়ারম্যান মনজুর কাদের ও শান্তিনগর ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু পুষ্পস্তবক অর্পন করেন শেখ কামালের প্রতিকৃতিতে। পরে গতকাল বিকাল ৪টায় আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভপতিত্বে আয়োজন করা হয় স্মৃতিচারণ অনুষ্ঠানের। এতে শহীদ শেখ কামালের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা করেন সংসদ সদস্য ফজলে নুর তাপস, আবাহনী পরিচালক হারুনুর রশীদ সহ অন্যরা। সন্ধ্যায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ