Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ফিরতে চান রোনালদো!

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : উয়েফা সুপার কাপে আজ ম্যানচেস্টার উইনাইটেডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাবের বিপক্ষে এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগের দিন (গতকাল) বোমা ফাঁটানোর মত এক মন্তব্য প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আবার ইংল্যান্ডে ফিরতে চান পর্তুগিজ তারকা। কর ফাঁকি সংক্রান্ত মামলায় গতকাল স্প্যানিশ কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন রোনালদো। এসময় বিচারকের সামনে তিনি বলেন, ‘ইংল্যান্ডে আমি কখনোই কোন সমস্যায় পড়িনি, এই কারণেই আমি আবার ইংল্যান্ডে ফিরে যেতে চাই।’
রোনালদোর রিয়াল ছাড়ান গুঞ্জন শুরু হয় গত জুনে কর ফাঁকি সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই। এসময় পর্তুগিজ দৈনিক অ্যা বেলা বোমা ফাটান এই বলে যে, Ñরিয়াল মাদিদ ছাড়তে পারেন হতাশ রোনালদো। এক্ষেত্রে তার সম্ভব্য গন্তব্যও সবার জানা। তিনি নিজেও ক্যারিয়ারের কোন এক পর্যায়ে আবারো ‘লাল দুর্গে’ ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ