নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ২ উইকেটে ২০৯ রান নিয়ে তৃতীয় তিন শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এটুকু পড়েই হয়তো অনেক লঙ্কান ক্রিকেট ভক্ত স্বস্তি পেতে পারেন। কিন্তু আসল সত্যিটা হলো, এরপরও ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে স্বস্তিতে নেই স্বাগতিকরা। ইনিংস হার এড়াতেই যে এখনো তাদের করতে হবে ২৩০ রান।
প্রথম ইনিংসে ভারতের করা ৯ উইকেটে ৬২২ রানের জবাবে ১৮৩ রানে গুটিয়ে ৪৩৯ রানে পিছিয়ে ফলোঅনে পড়ে লঙ্কানরা। নিজেদের টেস্ট ইতিহাসে ইতোপূর্বে কখনোই এতবেশি রানে পিছিয়ে পড়েনি তারা। পরে আবার ব্যাটিংয়ে নেমে সহজে হার না মানার ঘোষনা অবশ্য দিচ্ছে সিংহলরা। কিন্তু এই লড়াইয়ে তারা কতক্ষণ টিকে থাকতে পাবরে সেটাই এখন দেখার।
মাত্র ৭ রানে উপুল থারাঙ্গাকে হারানোর ধাক্কা ১৯১ রানের জুটিতে সামলে নেন দিমুথ করুনারতেœ ও কুশল মেন্ডিস। ব্যক্তিগত ১১০ রানে ফিরেছেন মেন্ডিস। তার ১৩৫ বলের এই চোখ ধাঁধানো ইনিংসে ছিল ১৭টি দর্শনীয় চারের মার। ৯২ রানে অপরাজিত আছেন করুনারতেœ। তাদের আগে ফলো-অনে পড়ে ২০১১-১২ সালে সবচেয়ে বেশি ১৪২ রানের জুটি গড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও থিলান সামারাবিরা।
এর আগে ভারতের বিশাল রানের সামনে ২ উইকেটে ৫০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা।। শুরুতেই তারা পড়ে ভারতীয় বোলারদের তোপের মুখে। ফলে মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগেই গুটিয়ে যায় তাদের ইনিংস। কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। মারমুখী মেজাজে ৪৮ বলে ৫১ রান তোলার পর তাকেও থামতে হয়। তার দলও থেমে যায় মাত্র ১৮৩ রানে। ভারতের পক্ষে অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৬৯ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৬তম বারের মত ৫ বা ততোধিক উইকেট নিলেন অশ্বিন। এছাড়া পেসার মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট। নিজের ৩২তম টেস্টে ২ উইকেট নিয়ে ক্যারিয়ারের ১৫০তম উইকেট শিকারের কীর্তি গড়েন জাদেজা। বাঁ-হাতি বোলার হিসেবে যা দ্রæততম ১৫০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনের, ৩৪ টেস্টে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে আর খেলতে পারবেন না পেসার নুয়ান প্রদীপ। ভারতের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছিলেন প্রদীপ, যা তার ক্যারিয়ার সেরা বোলিং।
সংক্ষিপ্ত স্কোরÑ ভারত ১ম ইনিংস : ৬২২/৯ ডিক্লে.। শ্রীলঙ্কা : ৪৯.৪ ওভারে ১৮৩ (করুনারতেœ ২৫, থারাঙ্গা ০, মেন্ডিস ২৪, চান্দিমাল ১০, ম্যাথিউস ২৬, ডিকেভলা ৫১, ডি সিলভা ০, পেরেরা ২৫, হেরাথ ২, পুস্পকুমারা ১৫*,প্রদীপ ০; সামি ২/১৩, অশ্বিন ৫/৬৯, জাদেজা ২/৮৪, যাদব ১/১২) ও ৬০ ওভারে ২০৯/২ (করুনারতেœ ৯২*, থারাঙ্গা ২, মেন্ডিস ১১০, পুস্পকুমারা ২*; যাদব ১/২৯, অশ্বিন ০/৭৯, সামি ০/১৩, জাদেজা ০/৭৬, পান্ডিয়া ১/১২)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।