Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়নস লীগ অ্যাওয়ার্ড রিয়ালের জয়জয়কার

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলা খেলোয়াড়দের মধ্যে প্রতিটি পজিশনে সেরা খেলোয়াড়ের পুরস্কার মনোনয়নে ইউয়েফার সংক্ষিপ্ত তালিকায় ছয়জন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছরের মত ইউরোপের এলিট ক্লাবের এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল। সংক্ষিপ্ত তালিকায় মোট মনোনয়নের প্রায় অর্ধেকই দখল করে নিয়েছেন রিয়ালের তারকা খেলোয়াড়রা। গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৬-১৭ মৌসুমের জন্য তিনজন সেরা ফরোয়ার্ডের একজন মনোনীত হয়েছেন। তার সাথে এই তালিকায় আরো রয়েছেন বার্সেলোনা লিওনেল মেসি ও জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। সেরা মিডফিল্ডার হিসেবে নিঃসন্দেহে সেরা তিনে জায়গা করে নিয়েছেন তিন রিয়াল মিডফিল্ডার কাসেমিরো, টনি ক্রুস ও লুকা মোদ্রিচ। রিয়াল ফুল-ব্যাক মার্সেলো ও সেন্টার ব্যাক সার্জিও রামোস সেরা ডিফেন্ডারের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। এদের সাথে আরো রয়েছেন জুভেন্টাসের লিওনার্দো বনুচ্চি।
গোলক্ষকের তালিকায় শুধুমাত্র রিয়ালের কেউ জায়গা পাননি। এখানে মনোনয়ন পেয়েছেন জুভেন্টাসের অধিনায়ক বুফন, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যুয়ার ও অ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক। আগামী ২৮ আগস্ট ২০১৭/১৮ মৌসুমের ইউয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রæপ পর্বের ড্র অনুষ্ঠানে প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একইসাথে এই অনুষ্ঠানে পুরুষ ও নারী বিভাগে বিশ^সেরা খেলোয়াড়ের নামও ঘোষণা করা হবে। বিশ^সেরা ফুটবলারের জন্য মনোনীতদের নাম ১৫ আগস্ট ঘোষণা করা হবে। গত বছর থেকে চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহণকারী ৩২টি দেশের কোচ ও ইউরোপীয়ান স্পোর্টস মিডিয়া গ্রæপের বাছাইকৃত ৫৫ জন সাংবাদিক সেরা খেলোয়াড়ের জন্য মনোনীতদের বাছাই করে থাকে।
এছাড়া ইউয়েফা একইদিনে গত মৌসুমের ইউরোপা লীগের বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। গত বছরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিনজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন স্ট্রাইকার জøাটান ইব্রাহিমোভিচ, মিডফিল্ডার হেনরিক মাখিটারিয়ান পল পগবা।-বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ