প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : পর্দার আড়ালে বসে আছেন কিডনি বিক্রেতা। আশ্বাস দেয়া হয়েছিল, অনেক টাকা পাবেন। পাননি কিছুই। সামনে একজন ডাক্তার এবং একজন সমাজবিজ্ঞানী। এভাবেই ধারণ করা হলো ‘আমাদের মনের কথা’ অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করছেন শামীম শাহেদ। অনুষ্ঠানটি সম্পর্কে শামীম শাহেদ বলেন, ‘প্রতিনিয়তই আমাদের আশপাশে নানা ধরনের ঘটনা ঘটে চলেছে। ঘটছে নানা ধরনের অপরাধ। সেইসব অপরাধী কিংবা যারা ভুক্তভোগী তাদের কথা তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। এর মূল উদ্দেশ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তিনি জানান, গত সপ্তাহে অনুষ্ঠানটির মোট নয় পর্বের ধারণ কাজ সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে আছে টেলিফোনে চাঁদাবাজি, জ্বীনের বাদশা থেকে শুরু করে অর্থের বিনিময়ে সঙ্গী পাওয়া পর্যন্ত। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় প্রতি শুক্রবার রাত ৯টায় বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। উল্লেখ্য, এর আগে অনুষ্ঠানটি প্রচার হত ‘মনের কথা’ শিরোনামে। তখন এর উপস্থাপক ছিলেন আফসানা মিমি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।