Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সুইজারল্যান্ডে বিমান দুর্ঘটনায় পাইলট ও ২ কিশোর নিহত

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুইজারল্যান্ডে একটি ছোট বিমান দুর্ঘটনায় পড়ে ১৪ বছরের দুই কিশোর ও বিমানটির পাইলট নিহত হয়েছেন। দেশটির সুইস গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকালে সাড়ে ৯টায় ঘটে। ইতালি সীমান্তের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে ১৭ বছরের এক কিশোরী গুরুতর আহত হয়েছে। এক সপ্তাহব্যাপী ক্যাম্পটি আয়োজন করছিল সুইস অ্যারো ক্লাব। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, এক সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এটি। দুর্ঘটনার ফলে তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। পুলিশের মুখপাত্র রমান জানান, এক ইঞ্জিনের পাইপার পিএ২৮ নামের বিমানটি দুর্ঘটনায় পড়ার আগে একটি ফ্লাইট সম্পূর্ণ করেছিল। উড্ডয়নের ১০ মিনিটের মাথায় বিমানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাটির তদন্ত চলছে। ওই এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ