Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু : পিয়ংইয়ং

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন নাগরিকদের জন্য উত্তর কোরিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের সমালোচনা করে পিয়ংইয়ং বলেছে, এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু। আগামী ১ সেপ্টেম্বর থেকে মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা দেয়ার কথা রয়েছে। এরমধ্যেই উত্তর কোরিয়ায় অবস্থানরত দেশটির সব নাগরিককে দেশে ফেরার আহŸান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পরও আমেরিকানদের জন্য আমাদের দরজা উন্মুক্ত থাকবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এটাকে বাজে পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ওই মুখপাত্র বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের মানুষ উত্তর কোরিয়ার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন না। এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু দেশ। ২১ জুলাই উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকতে দেশটিতে অবস্থানরত মার্কিন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আবেদন করতে হবে। গত জুলাই মাসেই ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, তারা উত্তর কোরিয়া যেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাধা দেবে। এর আগে অতো ওয়ার্মবিয়ার নামের এক মার্কিন শিক্ষার্থীকে ১৫ বছরের কারাদন্ড দেয় উত্তর কোরিয়া। গ্রেফতারের পর তাকে নির্যাতনের অভিযোগ উঠে। মানবিক বিবেচনায় মুক্তি পেয়ে গত ১৩ জুন কোমা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে ফেরেন। এক সপ্তাহের মাঝেই ১৯ জুন মারা যান সেই তরুণ। উত্তর কোরিয়ার দাবি, তার মৃত্যু রহস্যজনক। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার নির্যাতনের ফলেই মৃত্যু হয় ওয়ার্মবিয়ারের। এই মুহূর্তে উত্তর কোরিয়ায় দুইজন মার্কিন নাগরিক আটক রয়েছেন। তাদের একজন শিক্ষাবিদ এবং অন্যজন মিশনারি। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ